Murshidabad Accident

কলেজের অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু দুই স্কুলপড়ুয়ার

মৃত দুই ছাত্রের নাম রবিউল ইসলাম (২০) এবং মনিরুল চৌধুরী (২০)। দু’জনেই লালগোলা থানার চুঁয়াপুকুর–পাইকপাড়া এলাকার বাসিন্দা। রাজারামপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২০:৫৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলেজের অনুষ্ঠান দেখে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই স্কুলপড়ুয়ার। শুক্রবার রাতে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই নিমতলা বিদ্যুৎ অফিসের কাছে ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ছাত্রের নাম রবিউল ইসলাম (২০) এবং মনিরুল চৌধুরী (২০)। দু’‌জনেই লালগোলা থানার চুঁয়াপুকুর–পাইকপাড়া এলাকার বাসিন্দা। রাজারামপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন তাঁরা। চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল দুই ছাত্রের।

স্থানীয়েরা জানাচ্ছেন, লালগোলা কলেজের ‘‌ফেস্ট’‌ দেখে শুক্রবার রাত ন’‌টা নাগাদ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রবিউল এবং মনিরুল। কারও মাথাতেই হেলমেট ছিল না। দুই পড়ুয়া যখন নিমতলা বিদ্যুৎ অফিসের কাছাকাছি পৌঁছন, সেই সময় মিয়ারুল শেখ নামে গণেশপুর–দেওয়ানসরাই গ্রামের বাসিন্দা এক যুবক ওই রাস্তা ধরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। দুই পড়ুয়ার বাইকটি দ্রুতগতিতে মিয়ারুলের সাইকেলে গিয়ে ধাক্কা মারে। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে তাঁদের বাইক। সংঘর্ষের অভিঘাতে তিন জনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়েরা তাঁদেরকে উদ্ধার করে নিকটবর্তী কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রবিউল এবং মনিরুলকে মৃত বলে ঘোষণা করেন। মিয়ারুল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

Advertisement
আরও পড়ুন