অভিযুক্ত টিকিট পরীক্ষক মহিলার পরিচিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রতীকী ছবি।
চলন্ত ট্রেনের কামরায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। ট্রেনের এসি কামরায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে টিকিট পরীক্ষক এবং আরও এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।
অতীতে উত্তরপ্রদেশে একাধিক গণধর্ষণের অভিযোগ উঠেছিল। উন্নাও, হাথরসের মতো ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল। সে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলি। সেই উত্তরপ্রদেশে আবার গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এল।
সম্বল জেলার চন্দৌসি এলাকায় গত ১৬ জানুয়ারি এক মহিলা যাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। রাজু সিংহ নামে অভিযুক্ত টিকিট পরীক্ষক মহিলার পরিচিত ছিলেন। গণধর্ষণের অভিযোগে তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ১৬ জানুয়ারি চন্দৌসি স্টেশনে গিয়েছিলেন ওই মহিলা। সেখান থেকে ট্রেনে প্রয়াগরাজের সুবেদরগঞ্জে যাওয়ার কথা ছিল তাঁর। ওই টিকিট পরীক্ষক মহিলা যাত্রীকে এসি কামরায় বসার জায়গা করে দেন। রাত ১০টা নাগাদ চন্দৌসি ও আলিগড়ের মধ্যে দিয়ে যখন ট্রেনটি ছুটছিল, সেই সময় অন্য এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। অপর ব্যক্তিকে চিনতে পারেননি মহিলা।
সম্বলে জিআরপিতে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে টিকিট পরীক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ধারায় মামলা রুজু করা হয়েছে। অপর অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।