প্রতীকী ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফল সময় মতো প্রকাশিত হয় না। ফি বছর এমনই অভিযোগ ওঠে। এ বার সেই ব্যবস্থায় বড় পরিবর্তন আনার ভাবনায় প্রতিষ্ঠান। দ্রুত ফল প্রকাশ করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বিশ্ববিদ্যালয়। পাশাপাশি, পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এই সমস্ত কাজের জন্য পৃথক পোর্টাল ব্যবহারের পরিকল্পনায় এগোচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জয়ন্ত সিনহা বলেন, ‘‘আমরা পরিকল্পনা করেছি পোর্টাল তৈরি করার। ইতিমধ্যেই সিন্ডিকেট তার অনুমতিও দিয়েছেন। উপাচার্যের তত্ত্বাবধানে স্নাতকোত্তরের জন্য এই পোর্টাল তৈরি করা হবে।’’
এই পোর্টালের মাধ্যমে শুধুমাত্র দ্রুত ফল প্রকাশ নয়, পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কলেজ ও আধিকারিকেরা যাতে দ্রুত কাজ সম্পন্ন করতে পারেন, সেই জন্য থাকছে বিশেষ ব্যবস্থাও। এই পোর্টালের মাধ্যমে মূল্যায়নকারী অধ্যাপকেরা নম্বর জমা দিতে পারবেন, উত্তরপত্র আপলোড করতে পারবেন, নম্বর জমা দেওয়ার পর স্ক্রুটিনি করার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। এ ছাড়াও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি ট্র্যাক করতে পারবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের দফতর। এই পোর্টালের মাধ্যমেই অ্যাডমিট কার্ড এবং ফর্ম ফিলাপও করতে পারবেন স্নাতকোত্তরের পড়ুয়ারা।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সিন্ডিকেট অনুমতি দিলেও এখনও পর্যন্ত পোর্টাল তৈরির জন্য টেন্ডার ডাকা হয়নি। দ্রুত এই টেন্ডার ডাকার প্রক্রিয়াও শুরু করা হবে বলে খবর। প্রসঙ্গত, ২০১৭ সালে স্নাতক স্তরের জন্য পোর্টাল চালু করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রথমে বিকম এবং ২০১৮ সালে বিএ, বিএসসির ক্ষেত্রে এটি ব্যবহারে অনুমতি দেওয়া হয় স্নাতকের পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, স্নাতকোত্তরে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা থেকে শুরু করে ফল প্রকাশ দ্রুত করতে হলে একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। এই পোর্টাল-ই সেই প্ল্যাটফর্ম হতে চলেছে। নম্বরে কোনও ভুলভ্রান্তি থাকলে তা দ্রুত সংশোধন করা যাবে এই পোর্টালের মাধ্যমে, যা এখন করতে অনেকটাই সময় লাগে। পোর্টাল তৈরি হয়ে গেলে সময়ের ব্যবধান অনেকটাই কমে যাবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।