ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
এক তরুণীকে বুকে জড়িয়ে নাচ করছিলেন তরুণ। তাঁদের সামনেই নাচ করছিলেন অন্য এক তরুণী। তাঁর পরনে ছিল লাল লম্বা গাউন। নাচতে গিয়ে সেই গাউনের উপর পা পড়ল তরুণের। কয়েক সেকেন্ডের মধ্যেই ডান্স ফ্লোরে উল্টে পড়ে গেলেন তরুণ। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘গ্লোবালভাইরালভিডিয়ো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক তরুণীকে বুকে জড়িয়ে নাচ করছেন এক তরুণ। তাঁর সামনে লাল রঙের গাউন পরে নাচ করছিলেন অন্য এক তরুণী। নাচ করার সময় সেই তরুণীর গাউনের উপর পা পড়ে যায় তরুণের। কিন্তু তা তরুণের নজরে পড়েনি।
তরুণীর পোশাকে টান পড়ায় তিনি লক্ষ করেন যে, তরুণের পায়ের সঙ্গে গাউনটি ক্রমশ জড়িয়ে যাচ্ছে। তিনি গাউনটি ছাড়াতে যাবেন ঠিক সেই মুহূর্তে গাউন জড়িয়ে ডান্স ফ্লোরে পড়ে গেলেন ওই তরুণ। গাউন পরা তরুণী তখন চুপি চুপি সেখান থেকে সরে পড়লেন। যেন তিনিই ‘অপরাধী’। ভিডিয়োটি দেখার পর হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণী ওখান থেকে চলে গিয়ে বেশ করেছেন। এমন অসাবধান হয়ে নাচ করা ঠিক নয়।’’ আবার এক নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘আহা রে! বেচারা তরুণ সকলের সামনে পড়ে গেলেন।’’