দেশের প্রধান বিচারপতির এক মন্তব্যের ভিডিয়ো টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।
দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টের রায় আঞ্চলিক ভাষায় যাতে পাওয়া যায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন প্রধান বিচারপতি। সেই মন্তব্যের সমর্থন জানিয়ে রবিবার টুইটারে মোদী লিখেছেন, ‘‘এই ভাবনা প্রশংসনীয়।’’
কলেজিয়াম ব্যবস্থা এবং বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সরকার এবং বিচারবিভাগের টানাপড়েন চলছে। গত কয়েক মাস ধরে বিচারপতি নিয়োগে স্বচ্ছতার অভাবের অভিযোগ জানিয়ে ধারাবাহিক ভাবে শীর্ষ আদালতের বিরুদ্ধে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী করেণ রিজিজু। মোদী জমানায় কলেজিয়াম ব্যবস্থা বাতিল করার উদ্দেশ্যে সংসদে পাশ হওয়া জাতীয় বিচারপতি নিয়োগ কমিশন (এনজেএসি) আইনকে সুপ্রিম কোর্ট কেন ‘অসাংবিধানিক’ ঘোষণা করল তা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। বিচারপতি নিয়োগ নিয়ে সরকার ও বিচারব্যবস্থার এই ‘দ্বৈরথে’র আবহে মোদীর গলায় প্রধান বিচারপতির স্তুতি আলাদা মাত্রা যোগ করেছে।
টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘আঞ্চলিক ভাষায় সুপ্রিম কোর্টের রায় পাওয়ার প্রয়োজনীয়তার কথা সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এই কাজের জন্য প্রযুক্তির ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। এই ভাবনা প্রশংসনীয়। এর ফলে বহু মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম উপকৃত হবে।’’
গত অক্টোবরে একটি অনুষ্ঠানে আঞ্চলিক ভাষায় আইন লেখার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় মোদী বলেছিলেন, আইনের অস্পষ্টতা জটিলতা তৈরি করে। নতুন আইন সুস্পষ্ট পদ্ধতিতে লেখা উচিত। আঞ্চলিক ভাষায় তা লেখা হলে গরিব মানুষরাও তা সহজে বুঝতে পারবেন। আইনি ভাষা কখনই দেশের নাগরিকদের কাছে যেন বাধা না হয়ে দাঁড়ায়, তার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী।
গত বছরের মে মাসে তদানীন্তন প্রধান বিচারপতি এনভি রমনার সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েও এ বিষয়ে আলোকপাত করেছিলেন প্রধানমন্ত্রী। তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন, ‘‘এটা খুবই সিরিয়াস বিষয়...হাই কোর্টে আঞ্চলিক ভাষা ব্যবহারে অনেক প্রতিবন্ধকতা রয়েছে।’’