Saif Ali Khan Attacked

সইফের উপর হামলা, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক এক সন্দেহভাজন, চলছে জিজ্ঞাসাবাদ

আগেই সমস্ত রেলস্টেশনকে সতর্ক করে দেওয়া হয়েছিল। পাঠিয়ে দেওয়া হয়েছিল সন্দেহভাজনের ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯
Share:

সইফ আলি খানের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই সন্দেহভাজনকে আটক করল পুলিশ। ছবি: সংগৃহীত

হাসপাতালে সইফ আলি খান। তাঁর উপর হামলার দু’দিন পর মধ্যপ্রদেশ থেকে আটক করা হল দুই সন্দেহভাজনকে। জানা গিয়েছে, শনিবার সকালে মধ্যপ্রদেশ পুলিশের সহায়তায় এক যুবককে আটক করে মুম্বই পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে ছত্তীসগঢ়ের দুর্গ জেলা থেকে আরও এক যুবককে আটক করা হয়। মনে করা হচ্ছে, গত বৃহস্পতিবার ভোরে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বিলাসবহুল আবাসনে হামলার সঙ্গে জড়িত থাকতে পারে এই দুই সন্দেহভাজন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেই সমস্ত রেলস্টেশনকে সতর্ক করে দেওয়া হয়েছিল। পাঠিয়ে দেওয়া হয়েছিল সন্দেহভাজনের ছবি। সেই সূত্রেই আকাশ নামে এক সন্দেহভাজনকে আটক করা হয় মধ্যপ্রদেশ থেকে। জানা গিয়েছে, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে রেলপুলিশই আটক করে আকাশকে।

এর আগে শুক্রবার বান্দ্রা স্টেশন থেকে এক সন্দেহভাজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় প্রশাসন। জানা যায়, ওই ব্যক্তি সইফের আবাসনে কাঠের আসবাবপত্রের কাজ করতে গিয়েছিলেন। কিন্তু বাড়ির আপৎকালীন সিঁড়িতে যে ব্যক্তির সিসি ক্যামেরা ফুটেজ বৃহস্পতিবার প্রকাশ করেছিল মুম্বই অপরাধ দমন শাখা, তার সঙ্গে কোনও মিল নেই আটক হাওয়া ব্যক্তির।

Advertisement

এর পরই পুলিশের তরফ থেকে জানানো হয়, তদন্তকারী আধিকারিকদের ৩০টি দল সন্দেহভাজন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। এখনও অধরা সে। তবে, কোনও ভাবেই কোনও গ্যাং-এর সদস্য নয় ওই দুষ্কৃতী, এক প্রকার নিশ্চিত করেছেন পুলিশ আধিকারিকেরা। তাঁদের দাবি, কার বাড়িতে চুরি করতে ঢুকছে, তা-ও জানা ছিল না তার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement