গ্রাফিক: সনৎ সিংহ।
বিরোধীপক্ষকে ‘শূন্য’ করে নিজেদের লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের মধ্যে সাতটিতেই এগিয়ে রয়েছেন ওঁরা। সদ্যসমাপ্ত ভোটে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে প্রতিদ্বন্দ্বীকে দুরমুশ করে জেতা এমন প্রার্থীর সংখ্যা ১৪। এঁদের মধ্যে বিজেপির মাত্র এক জন। তৃণমূলের ১৩।
পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৭–০ ফলে জিতে বিরোধীদের মুখরক্ষা করেছেন এ বার। যদিও প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে তাঁর জয়ের ব্যবধান ৭৭ হাজারের সামান্য বেশি। অন্য দিকে, তৃণমূলের ১৩-র তালিকায় প্রথম নাম দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাত লক্ষ ১০ হাজার ৯৩০ ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জিতে এ বার হ্যাটট্রিক করেছেন তৃণমূলের সেনাপতি। গড়েছেন নতুন রেকর্ড।
বিধানসভায় সাতে-সাত লিড নিয়ে লোকসভায় নির্বাচিত হওয়া তৃণমূলের অন্য প্রার্থীরা হলেন, সৌগত রায় (দমদম), প্রতিমা মণ্ডল (জয়নগর), বাপি হালদার (মথুরাপুর), সায়নী ঘোষ (যাদবপুর), মালা রায় (দক্ষিণ কলকাতা), প্রসূন বন্দ্যোপাধ্যায় (হাওড়া), সাজদা আহমেদ (উলুবেড়িয়া), কল্যাণ বন্দ্যোপাধ্যায় (শ্রীরামপুর), কালীপদ সোরেন (ঝাড়গ্রাম), শর্মিলা সরকার (বর্ধমান পূর্ব), শতাব্দী রায় (বীরভূম), অসিত কুমার মাল (বোলপুর)। একটি বিধানসভা আসনেও বিজেপির প্রতিদ্বন্দ্বীদের খাতা খুলতে দেননি তাঁরা।