BGT 2024-25

চোট নিয়ে উদ্বেগের মাঝে হালকা মেজাজে রাহুল, স্ত্রীকে নিয়ে কেতাদুরস্ত সাজে কোথায় গেলেন?

অস্ট্রেলিয়ায় ধারাবাহিক ভাবে রান পাওয়ায় হালকা মেজাজে রয়েছেন রাহুল। শনিবার কেতাদুরস্ত সাজে স্ত্রী আথিয়ার সঙ্গে মেলবোর্নের রাস্তায় দেখা গিয়েছে ভারতীয় ব্যাটারকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১১:৩৯
Share:

লোকেশ রাহুল। —ফাইল চিত্র।

পার্‌থ টেস্টে রান পাওয়ায় দলের ইনিংস শুরুর দায়িত্ব লোকেশ রাহুলকেই দিয়েছেন রোহিত শর্মা। অধিনায়কের ভরসার দাম দিয়ে ব্রিসবেনেও রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনিই একমাত্র ধারাবাহিক। ব্যাটে রান আসায় হালকা মেজাজে রয়েছেন তিনি।

Advertisement

বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে ভারতের অধিকাংশ ক্রিকেটারই পরিবার সঙ্গে নিয়ে যাননি। ব্যতিক্রম বিরাট কোহলি, যশপ্রীত বুমরা এবং রাহুল। বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ায় গিয়েছেন আথিয়া শেট্টি। শনিবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে মেলবোর্নে কফি খেতে বেরিয়ে ছিলেন রাহুল। তাতেই নজর কেড়েছেন ভারতীয় ব্যাটার। ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অন্যতম কেতাদুরস্ত হিসাবে পরিচিত রাহুল। তাঁর সাজপোশাক প্রায়ই নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের। মেলবোর্নেও ঠিক তাই হয়েছে। সমাজমাধ্যমে ছবি ভাগ করে নিতেই কেতাদুরস্ত রাহুলের সাজ ক্রিকেটপ্রেমীদের আলোচনায় উঠে এসেছে। রাহুল গোলাপি শার্টের সঙ্গে পরেছিলেন ব্রিজ রঙের প্যান্ট।

একই দিনে রাহুলকে নিয়ে তৈরি হয় উদ্বেগ। নেটে ব্যাট করছিলেন রাহুল। একটি বল হঠাৎ লাফিয়ে তাঁর ডান হাতে লাগে। ব্যথায় হাত নাড়াতে থাকেন রাহুল। সঙ্গে সঙ্গে ফিজ়িয়োর কাছে যান। তাঁকে চোটের জায়গা দেখান রাহুল। চোট পরীক্ষার পর ফিজ়িয়ো তাঁকে উঠে যেতে বলেন। আর অনুশীলনে দেখা যায়নি রাহুলকে। ব্রিসবেনে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করার সময়ও একটি বল রাহুলের হাতে লেগেছিল। ব্যথা নিয়েই খেলেন তিনি। করেন অর্ধশতরান। পুরনো ব্যথার জায়গায় আবার লেগেছে কি না তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement