Maa Flyover Accident

রবি ভোরে মা উড়ালপুলে দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল বাইক! মৃত্যু আরোহী দুই যুবকের

রবিবার ভোরে মা উড়ালপুলে ডিভাইডারে ধাক্কা খেয়ে একটি বাইক উল্টে যায়। বাইকের দুই আরোহীরই মৃত্যু হয়েছে। বাইক থেকে ছিটকে নীচে পড়েছিলেন তাঁরা। হাসপাতালে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১১:৫৮
Share:

কলকাতার মা উড়ালপুলে রবিবার ভোরে দুই যুবকের মৃত্যু হয়েছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মা উড়ালপুলে আবার দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা খেয়ে বাইক উল্টে মৃত্যু হয়েছে দুই যুবকের। রবিবার ভোরে তাঁরা বাইক নিয়ে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন বলে খবর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন আনিস রানা এবং দানিস আলম। দু’জনেরই বয়স ২০ বছরের কম। তাঁরা বৌবাজারের বাসিন্দা। রবিবার ভোরে বিশেষ কাজে বেরিয়েছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, দাদার বাইক নিয়ে বেরিয়েছিলেন দানিস। চিংড়িহাটার দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা। মা উড়ালপুলে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইক ডিভাইডারে ধাক্কা মারে।

ডিভাইডারে ধাক্কা খাওয়ার পর বাইকের নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। দু’জনেই বাইক থেকে ছিটকে পড়েন। গুরুতর জখম হন। রাস্তা ভেসে যায় রক্তে। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে যায় ট্রাফিক পুলিশ। চিকিৎসকেরা দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন। দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।

Advertisement

গত কয়েক দিন ধরে সকালের দিকে কলকাতায় কুয়াশা বেশি হচ্ছে। গাড়ি চালাতেও সমস্যায় পড়ছেন চালকেরা। রবিবার ভোরের এই দুর্ঘটনার নেপথ্যেও কুয়াশার সমস্যা থাকতে পারে বলে অনেকে মনে করছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনের জন্য কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement