Advertisement
১৭ ডিসেম্বর ২০২৪
World Bank

বিশ্ব ব্যাঙ্কের শীর্ষে এ বার ভারতীয় বংশোদ্ভূত? পদ্মশ্রী প্রাপক অজয়কে মনোনীত করলেন বাইডেন

বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসাবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকে মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। অতীতে মাস্টারকার্ডের সিইও ছিলেন বাঙ্গা।

photo of Ajay Banga

২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল অজয় বাঙ্গাকে। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪২
Share: Save:

বিশ্ব ব্যাঙ্কের মাথায় কি এ বার বসতে চলেছেন কোনও ভারতীয় বংশোদ্ভূত? বিশ্ব ব্যাঙ্কের নতুন প্রেসিডেন্ট হিসাবে বৃহস্পতিবার ভারতীয়-আমেরিকান অজয় বাঙ্গাকে মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হলেন।

বর্তমানে ‘জেনারেল আটলান্টিক’ নামে এক বেসরকারি শেয়ার লেনদেন সংস্থার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বাঙ্গা। অতীতে মাস্টারকার্ডের সিইও পদে দায়িত্ব সামলেছিলেন। ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল বাঙ্গাকে।

৬৩ বছর বয়সি বাঙ্গার জন্ম ভারতের পুণেতে। দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজের অর্থনীতির স্নাতক। পরে আমদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন। ‘নেসলে ইন্ডিয়া’-র হাত ধরে কর্মজীবন শুরু হয় বাঙ্গার। এর পর কাজ করেন সিটি ব্যাঙ্কেও।

১৯৯৬ সালে আমেরিকা পাড়ি দেন বাঙ্গা। সেখানে ‘পেপসিকো’ সংস্থায় যোগ দেন। ১৩ বছর ওই সংস্থায় কর্মরত ছিলেন তিনি। সিইও-সহ সংস্থার একাধিক পদে দায়িত্ব সামলেছেন। ২০০৯ সালে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন অজয়। পরে ওই সংস্থার সিইও হন। বাঙ্গার নেতৃত্বে বিশ্ব দরবারে মাস্টারকার্ডের ব্যাপ্তি ঘটে। ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’, ‘ইউএস-ইন্ডিয়া সিইও ফোরাম’-এর মতো অলাভজনক সংস্থার সদস্য বাঙ্গা।

মূলত বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত করে থাকেন আমেরিকার প্রেসিডেন্ট। ফলে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে বাঙ্গা। সম্প্রতি প্রেসিডেন্ট হিসাবে পদত্যাগের কথা ঘোষণা করেছেন ডেভিড ম্যালপাস। তাঁকে মনোনীত করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যালপাসের পদত্যাগের পরই নতুন প্রেসিডেন্ট কে হবেন, এ নিয়ে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই নতুন প্রেসিডেন্টের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে ২৯ মার্চ পর্যন্ত। আবার, বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসাবে অনেকেই কোনও মহিলাকে চাইছেন। শেষমেশ বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসাবে বাঙ্গার ভাগ্যে শিকে ছেঁড়ে কি না, সেটাই দেখার।

অন্য বিষয়গুলি:

world bank world bank president international news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy