Advertisement
০৫ নভেম্বর ২০২৪
PAkistan Army

পুলওয়ামায় হামলার ছক তাঁর জমানায়, প্রাক্তন সেই আইএসআই প্রধান এ বার পাক সেনার দায়িত্বে

২০১৮-র অক্টোবর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ডিজি পদে ছিলেন মুনির। সে সময় পুলওয়ামার সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার পরিকল্পনা হয়েছিল।

নয়া পাক সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির।

নয়া পাক সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ১৫:২০
Share: Save:

পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে বেছে নিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার পাক তথ্যমন্ত্রী মরিয়ম অওরঙ্গজেব এই ঘোষণা করে টুইটারে লিখেছেন, “প্রধানমন্ত্রীর দফতর থেকে নয়া সেনাপ্রধান নিয়োগের প্রস্তাব সংক্রান্ত নথি প্রেসিডেন্ট আরিফ আলভির দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

বিদায়ী সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত মুনির বর্তমানে পাক সেনার কোয়ার্টার মাস্টার জেনারেল পদে রয়েছেন। ২০১৮-র অক্টোবর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ডিজি পদে ছিলেন তিনি। সে সময়ই আইএসআই পুলওয়ামার সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির ওই গাড়িবোমা হামলায় নিহত হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান।

পাক সরকার সূত্রের খবর, আগামী ২৯ নভেম্বর সেনাপ্রধানের পদ থেকে অবসর নিতে পারেন জেনারেল বাজওয়া। প্রেসিডেন্টের ছাড়পত্র পেলে সে দিনই নয়া সেনাপ্রধানের দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল মুনির। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শাহবাজের দাদা নওয়াজ প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১৬ সালের নভেম্বরে পাক সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন বাজওয়া।

পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান হওয়ার দৌড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ প্রাক্তন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফৈজ হামিদ-সহ আরও পাঁচ জনের নাম ছিল আলোচনায়। সেই তালিকার আর এক সেনা আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল শাহির শামসাদ মির্জাকে পাক সেনার জয়েন্ট চিফ অফ স্টাফস কমিটির পরবর্তী চেয়ারম্যান মনোনীত করেছে শাহবাজ সরকার।

অন্য বিষয়গুলি:

PAkistan Army Pakistan ISI Army Chief
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE