সন্ত হলেন কলকাতার মা। অনুষ্ঠানের শেষে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে টেরিজার ছবির সামনে পোপ ফ্রান্সিস। রবিবার। ছবি: এপি
সেন্ট শব্দটি এসেছে লাতিন স্যাংকটাস থেকে, যার অর্থ পবিত্র।
গোড়ায় সেন্ট বলতে বোঝাত, যাঁরা যিশুর প্রতি বিশ্বাস রেখে তাঁর উপদেশ অনুসারে জীবন যাপন করে সম্পূর্ণ পবিত্র হয়ে উঠেছেন।
এখন ক্যাথলিক খ্রিস্টধর্মে সন্ত মানে, যিনি অসামান্য ধর্মপরায়ণ ও পবিত্র জীবন যাপন করে ‘হেভেন’ বা স্বর্গে স্থান পেয়েছেন। ঈশ্বরের সঙ্গে তাঁর ‘ইন্টারসেশন’ হয়েছে। মানুষের প্রার্থনা তিনি ঈশ্বরকে সরাসরি জানাতে পারেন।
প্রথম দিকে মূলত ছিল স্থানীয় বিশ্বাসের ব্যাপার। কারও সম্পর্কে মানুষ শ্রদ্ধাশীল হয়ে তাঁকে সন্ত মনে করলে ও আঞ্চলিক চার্চ তা সমর্থন করলে সন্তের স্বীকৃতি মিলত। ক্রমে নিয়ম-রীতি অনেক সংহত ও নির্দিষ্ট হয়েছে, এসেছে ‘ক্যাননাইজেশন’ বা সন্তায়ন-এর পদ্ধতি।
এই ক্ষেত্রে ‘মিরাক্ল’-এর বিশেষ গুরুত্ব আছে। সন্ত যেহেতু ঈশ্বরের সঙ্গে সরাসরি সংযোগ সাধনের অধিকার পেয়েছেন, তাই তাঁর প্রয়াণের পরে দু’টি ‘অলৌকিক’ ঘটনা প্রমাণ করতে হয়। সেগুলি জানিয়ে দেয় যে, ঈশ্বর তাঁর কথা শুনে ‘মিরাক্ল’ ঘটিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy