মায়ের মৃত দেহ লুকিয়ে রাখা জো-হুইটনি। ছবি সংগৃহীত।
রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এ বার আমেরিকার ভার্জিনিয়াতে। ৫৫ বছর বয়সী এক মহিলা ৪৪ দিন ধরে লুকিয়ে রাখলেন মায়ের দেহ। অভিযুক্ত ওই মহিলাকে শুক্রবার গ্রেফতার করেছে ব্রিস্টল পুলিশ। তাঁর নাম জো-হুইটনি আউটল্যান্ড।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর ২৯ ডিসেম্বর মৃত্যু হয়েছিল জো-হুইটনির মায়ের। তারপর ৫৪টি কম্বলে মুড়ে মায়ের দেহ ঘরের মধ্যে লুকিয়ে রাখে সে। দেহ থেকে যাতে গন্ধ না ছড়ায় সে জন্য ৬৬টি এয়ার ফ্রেশনার স্প্রে ব্যবহার করেছিলেন ওই মহিলা। কম্বল জড়ানো মায়ের দেহের পাশেই এত দিন ধরে ঘুমাচ্ছিলেন তিনি।
নতুন বছরের শুরু থেকে জো-হুইটনির বাড়িতে সবসময়ের জন্য তালা লাগানো থাকত বলে জানিয়েছেন তাঁর প্রতিবেশীরা। তাঁরা জো-হুইটনির বাড়ি যাওয়ার কথা বললেই অন্য অজুহাতে তা নাকচ করে দিতেন তিনি। এমনকি নিজের আত্মীয়স্বজনকেও বাড়িতে আসতে নিষেধ করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি তাঁর ভাইপো জানলা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ার পর গোটা ঘটনাটি সামনে আসে।
ব্রিস্টল পুলিশ হুইটনিকে গ্রেফতার করার পর, তাঁর বয়ান নথিভুক্ত করেছে। ডাক্তারি পরীক্ষার পর পুলিশের তরফে জানানো হয়েছে, হুইটনির বাড়ি থেকে উদ্ধার হওয়া তাঁর মায়ের দেহে ক্রমশ পচন ধরছিল। তবে হুইটির মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়নি বলেই জানিয়েছে তারা।
আরও পড়ুন: গোলাপ কিনতে ভুলে যাওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীর কান মুলে দিলেন স্ত্রী!
আরও পড়ুন: লোক ভর্তি রেস্তোরাঁয় বিশাল ইঁদুর ছেড়ে দিলেন এক ব্যক্তি, তারপর...
(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy