ট্রেনের মধ্যেই চলছে সেলফি পর্ব। ছবি টুইটার ভিডিয়ো থেকে নেওয়া।
সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা অনেকের কাছেই রোজদিনের কাজ। সেলফিতে নতুনত্ব আনতে নানা কৌশলও অবলম্বন করে থাকেন অনেকে। কিন্তু সম্প্রতি নিউইয়র্কের বাসিন্দা জেসিকা জর্জ নামের এক মহিলা সেলফি তুলতে গিয়ে যা করেছেন তা নিয়েই আলোচনায় মেতেছেন নেটিজেনরা।
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়ো এখনও অবধি দেখেছেন প্রায় ৯০ লক্ষ ইউজার। সেখানে জেসিকা নামের ওই মহিলাকে দেখা যাচ্ছে বিভিন্ন ভঙ্গিতে মেট্রোর ভিতরেই সেলফি তুলতে। ভিডিয়ো জুড়ে দেখা যাচ্ছে, কী ভাবে আশপাশ ভুলে একা একাই নিজের পোজে মুগ্ধ হচ্ছেন জেসিকা। তারপর আবার নতুন পোজ ট্রাই করছেন।
বহু মানুষই জেসিকার আত্মবিশ্বাস দেখে মুগ্ধ। একা একাই এমন গ্ল্যামারাস ফোটো শ্যুট করার পরে তাঁরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জেসিকাকে।
This woman giving it ALL to the selfie cam on the train is SENDING ME pic.twitter.com/i3JoSPKj3I
— Ben Yahr (@benyahr) August 17, 2019
আরও পড়ুন: পর্যটকদের গাড়ি তাড়া করল ক্ষিপ্ত গণ্ডার! রুদ্ধশ্বাস ভিডিয়ো ভাইরাল
আরও পড়ুন: ছবিতে দেখতে পাওয়া প্রাণীটি কাক না খরগোশ?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy