অন্য সাপকে খাওয়ার সময় ইস্টার্ন কোরালকে কামড়াল বোলতা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
চারিদিকে ঝোপ জঙ্গল। তার মধ্যে একটি গাছের ডাল থেকে ঝুলছে দু’টি সাপ। এদের মধ্যে র্যাট স্নেককে কামড়ে ধরেছে ইস্টার্ন কোরাল সাপ। দেখেই বোঝা যাচ্ছে, কোরালের কামড়ে র্যাট স্নেকটি মরে গিয়েছে। ইস্টার্ন কোরাল ওই সাপটিকে খেয়ে নেওয়ার চেষ্টা করছে। সে সময়ই কোরালের মাথার কাছে এসে বসল বড়সড় একটি বোলতা। বসার পরই দিল কামড়। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের খাবার ছেড়ে দিল কোরাল সাপ। আর বোলতাকে নিজের গা থেকে সরানোর চেষ্টা করল।
এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ইভাঞ্জেলিন কামিং নামের ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার একজন কর্মী। গেঞ্জভিলে নিজের বাড়ির পিছন দিকে এই ভিডিয়ো তুলেছিলেন তিনি। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ওই কর্মী আরও জানিয়েছেন, এর পর ওই র্যাট স্নেককে বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু কোরালের কামড়ে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। দেখুন সেই ভিডিয়ো-
Um ok, @UFEntomology and @MartaWayneUF , I believe I just witnessed a BEE 🐝 stinging a CORAL SNAKE 🐍 while the CORAL was dining on a RAT (?) SNAKE 🐍 and I need your support to process this. @UF #FloridaBackyard pic.twitter.com/djbJJGxaUk
— Evangeline Tsibris Cummings (@EvieCummings23) October 17, 2019
আরও পড়ুন: নাগরদোলার মতো ঘুরবে মহাকাশের প্রথম হোটেল! দেখুন সেই হোটেলের অন্দরমহল
আরও পড়ুন: বাচ্চা দু’টির পাশেই রয়েছে বিষধর সাপ! দেখতে পাচ্ছেন?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy