স্যাক্সোফোনের সুরে মোহিত গরুর পাল। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।
গুপি গায়েনের গান ও বাঘা বায়েনের ঢোলের শব্দে অতিষ্ট হয়ে গ্রামবাসীরা তাঁদের তাড়িয়ে দিয়েছিল গ্রাম থেকে। মনের দুঃখে তাঁরা বনে চলে গিয়েছিলেন। কিন্তু তাঁদের গান গ্রামবাসীদের ভাল না লাগলেও মন জয় করেছিল ‘ভুতের রাজা’র। আমেরিকার ওরেগনের বাসিন্দা এরিন হারম্যানের বাবার অবস্থাটাও অনেকটা এ রকমই।
ইউটিউব দেখে এরিনের বাবা শিখছেন স্যাক্সোফোন। কিন্তু বাড়িতে তিনি স্যাক্সোফোন বাজিয়ে গান ধরলে অসন্তুষ্ট হয় বাড়ির লোক থেকে শুরু করে প্রতিবেশী, সবাই। তাই তিনি নিজের স্যাক্সোফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে গান ধরেন মাঠের ধারে। বাড়ির লোক তাঁর গানকে গুরুত্ব না দিলেও মাঠে চড়ে বেড়ানো গরুর পাল কিন্তু ‘রতন’ চিনতে ভুল করে না।
এরিনের বাবা স্যাক্সোফোন বাজাতে শুরু করলেই মাঠে চড়ে বেড়ানো গরুর পাল চলে আসে তাঁর কাছে। একেবারে যেন সেই হ্যামলিনের বাঁশিওয়ালা। গরুরা উপভোগ করে স্যাক্সোফোনের সুর। এরিনের বাবাও মনের আনন্দে নিজের সৃষ্টি তুলে ধরেন এদের সামনে।
এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন এরিন।তারপরই ভাইরাল হয়েছে ভিডিয়ো। এরিনের বাবার স্যাক্সোফোনের সুর কিন্তু পছন্দ হয়েছে নেটিজেনদের। দেখুন সেই ভিডিয়ো-
pt.2 listen for the neighbor at the end pic.twitter.com/qdMCnZRzqh
— Erin Herrmann (@erinmherrmann) June 26, 2019
আরও পড়ুন: ভুল দিকে গাড়ি চালানোয় নিজের ১০ মাসের মেয়েকে ‘সতর্ক’ করলেন পুলিশ বাবা!
আরও পড়ুন: মায়ের দুরন্ত রিফ্লেক্স! অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচালো শিশুকে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy