স্বামী বিবেকানন্দের জন্মদিন, দেশ এবং রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি, যুব দিবসে মোদী
আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে দেশ এবং রাজ্য জুড়ে পালিত হবে জাতীয় যুব দিবস। দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে শাসক এবং বিরোধী দলগুলির। সকালে উত্তর কলকাতায় স্বামীজির বাড়িতে রাজ্য সরকারের তরফে মাল্যদান করতে যাওয়ার কথা রয়েছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের। দুপুরে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এ ছাড়া সকালে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। রবিবার সকাল ৭টায় বিজেপির যুব মোর্চার তরফে শিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি থেকে একটি ‘যুব ম্যারাথন’ও আয়োজন করা হচ্ছে। পাশাপাশি, রবিবার জাতীয় যুব দিবসে দিল্লিতে ‘বিকশিত ভারত তরুণ নেতৃত্ব সংলাপ ২০২৫’-এ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রায় তিন হাজার তরুণের সঙ্গে কথা বলবেন তিনি। আজ সকাল ১০টায় এই অনুষ্ঠান শুরু হবে দিল্লির ভারত মণ্ডপমে। মোদী শনিবার সমাজমাধ্যমে লিখেছেন, বিবেকানন্দের জন্মবার্ষিকীতে তিনি ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে দেশের তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলবেন। ওই অনুষ্ঠানে বক্তৃতা করারও কথা রয়েছে তাঁর।
স্যালাইনকাণ্ডে রাজ্যের তদন্ত, কেমন আছেন প্রসূতিরা
নির্দিষ্ট একটি সংস্থার ‘রিঙ্গার ল্যাকটেট’ স্যালাইনের উৎপাদন ও সরবরাহ বন্ধের নির্দেশ আগেই দিয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতর। তার পরেও কেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতিদের সেই সংস্থার স্যালাইন দেওয়া হল, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। তার খোঁজেই শনিবার হাসপাতালে গেল স্বাস্থ্য দফতর গঠিত ১৩ সদস্যের তদন্ত কমিটি। পাঁচ প্রসূতিকে ওই সংস্থার স্যালাইনই দেওয়া হয়েছিল কি না, সেই সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করেছে তারা। গোটা বিতর্কের আবহে ওই সংস্থার স্যালাইনকে কালো তালিকাভুক্তও করেছে স্বাস্থ্য দফতর। বিষয়টি কোন দিকে গড়ায়, আজ নজর থাকবে সে দিকে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
অসমের খনিতে আটকে থাকা ৫ জনকে উদ্ধার করা যাবে কি
অসমের ডিমা হাসাও জেলার পরিত্যক্ত কয়লা খনি থেকে আরও তিন জনের দেহ উদ্ধার হয়েছে শনিবার। মৃতদের মধ্যে এক জনের নাম লিগেন মগর। বছর সাতাশের ওই তরুণ ডিমা হাসাও জেলার কালামাটি এলাকার বাসিন্দা ছিলেন। অন্য দুই মৃতের নাম-পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। খনির ভিতরে এখনও আটকে রয়েছেন পাঁচ জন। চলছে উদ্ধারকাজ। আজ এই উদ্ধারকাজের দিকে নজর থাকবে।
আবার কমতে পারে শীত, সংক্রান্তিতে কি ফিরবে
আজ থেকে তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে জাঁকিয়ে শীত পড়বে না পৌষ সংক্রান্তিতেও। আজ এবং সোমবার দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। কালিম্পংও সামান্য ভিজতে পারে সোমবার। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
মালদহের তৃণমূল নেতা খুনের তদন্ত কোন পথে
তৃণমূল নেতা দুলাল সরকার খুনে দুই অভিযুক্ত এখনও অধরা। পুলিশি তদন্তে উঠে এসেছে বার বার জায়গা বদলাচ্ছেন তাঁরা। পুলিশের চোখে ধুলো দিতে কখনও উত্তরপ্রদেশ, কখনও নেপাল পালিয়ে বেড়াচ্ছেন। পলাতকদের লোকেশন ‘ট্র্যাক’ করা হচ্ছে লাগাতার। এক জনের মোবাইল লোকেশন গত কয়েক দিনে বার কয়েক বদলেছে। তাঁদের ধরার চেষ্টা চলছে। দুলাল খুনের তদন্তে তাই সিআইডির সাইবার বিশেষজ্ঞদেরও আনা হয়েছে। এই পরিস্থিতিতে অধরা দুই অভিযুক্ত ধরা পড়েন কি না, সে দিকে আজ নজর থাকবে।