করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব যখন ত্রস্ত, তখন টিকটকে উঠে এসেছে সেই ভাইরাস নিয়ে এক অদ্ভূত চ্যালেঞ্জ। ফলোয়ার বাড়ানোর আশায় সেই ‘করোনাভাইরাস চ্যালেঞ্জ’-এ মেতেছেন অনেকে।
সেই চ্যালেঞ্জ সম্প্রতি নিয়েছিলেন আমেরিকার এক টিকটক স্টার ও মডেল আভা লুইজি। সেই চ্যালেঞ্জের অঙ্গ হিসাবে করা টিকটক ভিডিয়োতে, আভাকে দেখা যাচ্ছে বিমানের কমোডের একাংশ জিভ দিয়ে চাটতে। সেই কাজ করার পর ভিকট্রি চিহ্নও দেখাচ্ছিলেন তিনি। সেই ভিডিয়ো তিনি নিজেই পোস্ট করেছিলেন টুইটারে। তার পরই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।
দেখুন সেই ভিডিয়ো—
করোনা আতঙ্কের মধ্যে এই ভিডিয়ো ক্ষোভের সঞ্চার করেছে নেটাগরিকদের মধ্যে। কেউ বলেছেন, ‘‘টিকটকের জন্য টয়লেটের সিট চাটছে? মজা শেষ হবে যখন কাশি শুরু হবে।’’ কেউ কেউ আবার ওই আমেরিকান মডেলকে জেলে ঢোকানোরও দাবি তুলেছেন। নেটাগরিকদের সমালোচনার জেরে টিকটক থেকে সেই ভিডিয়ো ইতিমধ্যেই ডিলিট করেছেন আভা। নিজের ইউটিউব চ্যানেল থেকে বিষয়টি নিয়ে সাফাইও দিয়েছেন তিনি।
People are really licking airplane bathroom toilet seats for tik toks? It’s all fun and games until you start coughing...
— Skai Jackson (@skaijackson) March 15, 2020
আরও পড়ুন: করোনা আতঙ্কে বন্ধ অ্যাকোয়ারিয়ামে দর্শক দুই পেঙ্গুইন!
আরও পড়ুন: করোনা চাপ কাটাতে ‘এক দো তিন’ গানে নাচ গ্রিসের মহিলার
Yeah she is in for Corona Challenge😝😍
— Dr. Vedika (@vishkanyaaaa) March 16, 2020
This is on a plane too and i think she did better than her #COVIDー19 pic.twitter.com/mnX8l7DWP5