বেলুনের মতো ফুলে উঠল মাছ। ছবি: টুইটার থেকে নেওয়া।
‘আদর’ খেয়ে বেলুনের মতো হয়ে যাচ্ছে একটি জ্যান্ত মাছ! মাছটি ধরে তার মাথায় গায়ে হাত বোলাতেই ফুলে উঠছে সে। দেখেছেন এমন ভিডিয়ো আগে? এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এর আগেও এই মাছের ছবি, ভিডিয়ো বিভিন্ন ওয়াল্ডলাইফ চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে।
ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাছটিকে এক ব্যক্তি হাতে ধরে রয়েছেন। আর তার মাথায় বুড়ো আঙুল দিয়ে দিয়ে ‘আদর’ করছেন। আর তাতেই একটু একটু করে ফুলে উঠছে মাছটি। প্রথমে দেখে বোঝা যাবে না, ধীরে ধীরে মাছটি বেলুনের মতো ফুলে উঠতে থাকে। একটু পরেই সেটি একটি ছোটখাটো ফুটবলের আকার নিয়ে নেয়।
এগুলি জীবজগতে টেট্রাওডনটিডে পরিবারের অন্তর্গত। সাধারণত অগভীর সমুদ্রে বসবাসকারী এই পরিবারের মধ্যে ২০০ রকমের এমন মাছ রয়েছে, যেগুলি চাইলে এমন বেলুনের মতো ফুলে উঠতে পারে। এদের পাফ ফিশ, পাফার, বেলুন ফিস, ব্লো ফিশ, বাবল ফিশ, গ্লোব ফিশ-সহ নানান নামে ডাকা হয়।
আরও পড়ুন: ‘ভাল করে তুমি চেয়ে দেখো…’, নীল শাড়িতে ফের ভাইরাল রানু মণ্ডল
দেখুন সেই ভিডিয়ো:
When the Pufferfish puffs up! #FridayFeeling @amritabhinder @ParveenKaswan @susantananda3 @ramblingsloa pic.twitter.com/0cAmMQVVQi
— Ali Reza (@Reza_Ali20) January 10, 2020
শুধু এই টুইটার হ্যান্ডলই নয়, ন্যাশনাল জিওগ্রাফিকের ইউটিউব চ্যানেলেও এই পাফ ফিশ নিয়ে ভিডিয়ো পাওয়া যায়। যেখানে দেখা যাচ্ছে, শিকারীর হাত থেকে বাঁচতে কী ভাবে নিজের শরীরকে ফুলিয়ে নিচ্ছে একটি পাফ ফিশ। শেষ পর্যন্ত সে বেঁচেও যায় এই কৌশলে।
আরও পড়ুন: ডায়নোসোরের মতো দেখতে প্রাণী ভেজে খেলেন মত্স্যজীবী
দেখুন সেই ভিডিয়ো:
ইউটিউবে এমন অজস্র ভিডিয়ো রয়েছে, যেখানে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর এই পাফ ফিশ কেমন করে নিজেদের আকার পরিবর্তন করছে। আসলে এটি এই মাছগুলি আত্মরক্ষার একটি পদ্ধতি। আকারে এমন হঠাত্ করে ফুলে বল বা বেলুনের মতো হয়ে গেলে সহজে অন্য প্রাণী তাদের কামড়ে ধরতে পারবে না। ফলে প্রাণে বেঁচে যেতে পারে তারা। আশপাশে বিপদের গন্ধ পেলেই এরা ফুলতে আরম্ভ করে।
দেখুন সেই ভিডিয়ো:
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy