প্রাণীটি দাঁড়কাক না খরগোশ? ছবি টুইটার ভিডিয়ো থেকে নেওয়া।
নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সাইকিয়াট্রির সিনিয়র রিসার্চার হিসাবে কাজ করেন ড্যানিয়েল কুইন্টানা। রবিবার তিনি নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন একটি ভিডিয়ো। সেই ভিডিয়ো আপলোড করার পর এখনও অবধি প্রায় ৩৫ লক্ষ লোক দেখেছেন সেই ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখতে পাওয়া দেখা যাচ্ছে একটি প্রাণীকে। সেই প্রাণীটি দাঁড়কাক না খরগোশ তা নিয়ে এখন দ্বিধাবিভক্ত নেটদুনিয়া।
ড্যানিয়েলের শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রাণীটির মাথায় হাত বোলাচ্ছেন এক ব্যক্তি। আর প্রাণীটিও সেই আদর বেশ উপভোগ করছে। আর সেই ছবি পোস্ট করে ড্যানিয়েল লিখেছেন, ‘খরগোশরা নাকের কাছে আদর খেতে বেশ পছন্দ করে।’
প্রাণীটির পরিচয় নিয়ে নেটদুনিয়া দ্বিধাবিভক্ত থাকলেও প্রাণীটির পরিচয় সম্পর্কে নিশ্চিত অসলো বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকের। এক সংবাদ সংস্থাকে তিনি বলেছন, ‘‘আমি নিশ্চিত ওই প্রাণীটি দাঁড়কাক। আপনারা প্রাণীটির দিকে লক্ষ্য করলে ওর চোখে স্বচ্ছ মেমব্রেন (এক ধরনের পর্দা) দেখতে পাবেন। খরগোশের এই ধরনের কোনও মেমব্রেন থাকে না।’’
Rabbits love getting stroked on their nose pic.twitter.com/aYOZGAY6kP
— Dan Quintana (@dsquintana) August 18, 2019
আর ভিডিয়োতে দেওয়া ক্যাপশন যে নেটিজেনদের কিছু বিভ্রান্ত করতেই তাও স্বীকার করেছেন নরওয়ের ওই গবেষক।
আরও পড়ুন: শাকের বাক্সে ঘাপটি মেরে রয়েছে আস্ত একটা ব্যাঙ! দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: সমুদ্রতট থেকে বালি তুলে জেল যাওয়ার মুখে দুই পর্যটক!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy