ট্রাক্টর থামাচ্ছে মা পাখি। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।
রাস্তার ধারে মাটির উপর ডিম পেড়েছে ছোট্ট মা পাখি। ডিম পাড়ার পর তা আগলে বসে আছে সে। হঠাৎ সে লক্ষ্য করে একটি ট্রাক্টর আসছে তাঁর দিকে। সেই ট্রাক্টর এখান দিয়ে গেলে ডিমগুলির যে নষ্ট হয়ে যাবে, তা মা পাখিটির বুঝতে দেরি হয়নি। তাই সে চলন্ত ট্রাক্টরের সামনে দাঁড়িয়ে শুরু করে প্রবল ডানা ঝাপটানো।
ছোট্ট পাখির এই অদ্ভুত আচরণ নজরে আসে ড্রাইভারের। তিনি, ট্রাক্টর থামিয়ে বাইরে এসে বুঝতে পারেন বিষয়টি। তার পর প্রচণ্ড গরমের কথা ভেবে একটি জলের বোতল রেখে যান পাখিটির পাশে। সম্প্রতি এই ঘটনা ঘটেছে চিনের উলানকাব শহরে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার লোক দেখে ফেলেছে এই ভিডিয়ো। নিজের ডিমগুলিকে রক্ষা করার জন্য মা পাখির এই প্রয়াস মুগ্ধ করেছে নেটিজেনদের। দেখুন সেই ভিডিয়ো-
Mother bird stops moving tractor to protect eggs pic.twitter.com/CWyA28rbvI
— CGTN (@CGTNOfficial) July 10, 2019
আরও পড়ুন: জীবন না ফোন? বিপর্যয়ের সময় কোনটাকে আগে বাঁচাবেন?
আরও পড়ুন: কত লক্ষ টাকায় বিক্রি হল ‘রুবি রোম্যান’?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy