মাঝ আকাশে কেঁপে উঠল বিমান। ছবি : টুইটার থেকে নেওয়া।
যাঁরা ঘন ঘন বিমানযাত্রা করেন না, তাঁরাও জানেন মাঝে মধ্যেই মাঝ-আকাশে আতঙ্ক ছড়িয়ে হঠাত্ কেঁপে ওঠে বিমান। এই পরিস্থিতিতে পড়লে বিভিন্ন যাত্রী বিভিন্ন পন্থা অবলম্বন করেন। কেউ প্রার্থনা করেন, কেউ সিটবেল্ট টাইট করে নেন, কেউ ভয় পেয়ে চিত্কার শুরু করে দেন আবার কেউ স্বাভাবিক থাকার চেষ্টা করেন। কিন্তু হঠাত্ মাঝ আকাশে বিমান প্রচণ্ড কেঁপে উঠলে, বুকটা সবারই একটু কেঁপে ওঠে। বিমানের ভেতরকার এমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি।
কোসোভোর প্রিস্টিনা থেকে উড়েছিল বিমানটি। যাচ্ছিল সুইত্জারল্যান্ডের বাসেল। মাঝ আকাশে বিপত্তি। খুব জোরে কেঁপে ওঠে বিমানটি। সেই সময় যাত্রীদের মোবাইল ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে।
ভাইরাল হওয়া ৩০ সেকেন্ডের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক মহিলা দাঁড়িয়ে মোটা পোশাক গায়ে চাপাচ্ছেন। আর ঠিক সেই সময় কেঁপে ওঠে বিমানটি। পাশেই ছিলেন এক বিমানকর্মী। তাঁর হাতে পানীয়র ট্রে ছিল। বিমান কেঁপে উঠতেই তিনি বিমানের ছাদের ধাক্কা খান। হাতে থাকা সব পানীয় উল্টে যায় যাত্রীদের গায়ে। সবাই ভয়ে তটস্থ হয়ে পড়েন। এক মহিলা প্রার্থনা শুরু করেন। তাঁরই পাশে বসা এক যাত্রী সিট বেল্টটা ঠিক করে নিচ্ছেন।
আরও পড়ুন : আরএসএস ‘কেত’! এবার খাকি হাফ প্যান্ট পরে ট্রোলড প্রিয়ঙ্কা চোপড়া
আরও পড়ুন : ‘মহিলাদের স্তন কেটে বিক্রি করতাম’
Seatbelts Should be Worn at All Times While The Seatbelt Sign Is On In Case of Slight Turbulence... Or Just Always Wear It!!
— ~Marietta (@MariettaDaviz) June 17, 2019
During a Flight From Kosovo to Switzerland, Ten People Were Injured Including Burns From Hot Water Off The Cart 🙏#MondayThoughts pic.twitter.com/6DsFLeQ8Rf
VIDEO: Severe turbulence sends passenger, food trolley through cabin ceiling, rips seats from anchorings during thunderstorm on June 16th. 10 people hospitalised.
— Airport Webcams (@AirportWebcams) June 17, 2019
Flight: ALK Airlines #VBB7205 Pristina, Kosovo to Basel, Switzerland (Boeing 737-300 LZ-MVK).
Credit: Mirjeta Basha pic.twitter.com/reVxtUs8bC
কয়েক জন যাত্রী জানিয়েছেন, তাঁদের গায়ে গরম জল পড়েছে। ফলে ফোস্কা পড়ে গিয়েছে। ইউরো এয়ারপোর্টের এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ১০ জনে আঘাত লেগেছে। বাকি আর কোনও অঘটন হয়নি। ঘটনার খবর পেয়েই বিমানবন্দরে আপতকালিন দলকে তৈরি রাখা হয়েছিল। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy