ভাসমান বাড়ি। ছবি : টুইটার থেকে নেওয়া।
চিনের একটি নদীতে পাঁচতলা এক বিল্ডিংকে ভেসে যেতে দেখা গেল। একটি ভিডিয়ো সোমবার টুইটারে আপলোড হয়েছে। আর সেটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।তবে এর পিছনে রয়েছে অন্য গল্প।
মাসিমো নামে এক টুইটার হ্যান্ডলে ১১ সেকেন্ডের ভিডিয়োটি আপলোড হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মাঝ নদীতে দিব্যি ভেসে যাচ্ছে একটি পাঁচতলা বিল্ডিং। দেখে মনে হবে, বন্যার জল কোনও বিল্ডিংকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তবে একটু খেয়াল করলেই দেখবেন, বিল্ডিংয়ের একদিকে একটি বাড়তি অংশ রয়েছে। আর তার পিছনে জলটি দেখলে বোঝা যাবে কোনও ইঞ্জিন জল ঠেলে বাড়িটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
অবাক হওয়ার কিছু নেই, আসলে একটি একটি ভাসমান রেস্তরাঁ যেটি ইয়াংসি নদীতে ভেসে যাচ্ছে। এই ভিডিয়ো আসলে ২০১৮ সালে তোলা হয়। সম্প্রতি আবার সেটি পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায়। পোস্টে লেখা হয়েছে, নীতিগত পরিবর্তনের কারণে রেস্তরাঁ কর্তৃপক্ষ সেটিকে স্থানান্তরিত করা হচ্ছে।
আরও পড়ুন : পাকিস্তানির হাতে বিক্রি হয়ে যাওয়া মহিলাকে কুয়েত থেকে ফেরালেন সানি
আরও পড়ুন : মাত্র ৯ টাকা হাতিয়ে ১৫ লক্ষ টাকা জরিমানার মুখে বাস কন্ডাক্টর!
Things that happen in China. A five-story "building" was spotted cruising along the Yangtze River back in November 2018. The "building" was actually a floating restaurant. Authorities said the restaurant needed to relocate due to policies changes https://t.co/hYsDqkVQLg pic.twitter.com/zmtXyNeWYC
— Massimo (@Rainmaker1973) July 29, 2019
এই ভিডিয়োটি ২০১৮ সালের নভেম্বরে সিজিটিএন শেয়ার করা হয়। তখনই জানা যায় ইম্প্রেশন জিয়াংজিন নামের এই রেস্তরাঁটি নদীতে দূষণ ছড়ানোর দায়ে সেটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy