দ্রুত রঙ পরিবর্তন করছে অক্টোপাস। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
‘অক্টোপাস: মেকিং কনট্যাক্ট’ নামের একটি তথ্যচিত্র তৈরি করেছে পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস বা পিবিএস। সেই তথ্যচিত্রের একটি অংশ সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। আর সেই ভিডিয়ো দেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তের জীব বিজ্ঞানীরাই শুধু নন, রীতিমতো চমকে গিয়েছে নেটদুনিয়া।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জলের মধ্যে ঘুমোচ্ছে একটি অক্টোপাস। আর ঘুমোতে ঘুমোতেই ক্রমাগত পরিবর্তিত হচ্ছে তার গায়ের রঙ, তা-ও আবার মুহুর্মুহু! কয়েক সেকেন্ডের মধ্যেই সাদা থেকে অক্টোপাসের গায়ের রঙ হয়ে যাচ্ছে হলুদ। পরের মুহূর্তেই সেই রঙ হয়ে যাচ্ছে বাদামি। এ ভাবেই সেকেন্ডে পাল্টাচ্ছে রং।
জীববিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে বলছেন ‘ফ্যাসিনেটিং’। বিজ্ঞানীদের ধারণা, ঘুমের সময় অক্টোপাসটি সমুদ্রের নীচে কাঁকড়া খাওয়ার স্বপ্ন দেখছিল। সে জন্যই নাকি তার গায়ের রঙ বদলে হচ্ছে বাদামি। যদিও বিজ্ঞানীরা জানিয়েছেন, গায়ের রং পরিবর্তন অক্টোপাসের ক্ষেত্রে খুব নতুন কোনও বিষয় নয়। শত্রুদের হাত থেকে নিজেদের বাঁচাতে তারা প্রায়শই গায়ের রং পরিবর্তন করে থাকে। কিন্তু এত দ্রুত রঙের পরিবর্তনই অক্টোপাস নিয়ে নতুন চিন্তা ঢুকিয়ে দিয়েছে বিজ্ঞানীদের মনে। দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: আমেরিকার ‘রানু মণ্ডল’-এর গান শুনেছেন?
আরও পড়ুন: ডেরায় ঢুকে সিংহের সামনেই নাচ মহিলার! ভিডিয়ো দেখে মাথায় হাত নেটিজেনদের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy