ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি।
ভিডিয়ো রেকর্ড করতে গিয়ে প্রাণটাই খোয়াতে যাচ্ছিলেন মার্কিন টিকটক স্টার। বরফের নীচে ডুব সাঁতার দিয়ে অ্যাডভেঞ্চার ভিডিয়ো রেকর্ড করতে গিয়েছিলেন জেসন ক্লার্ক। জলে নেমে বরফের তলায় এক সময় তিনি আর বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছিলেন না।
ইনস্টাগ্রামে ভিডিয়োটি ২৪ ফেব্রুয়ারি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বরফ জমা হ্রদে একটি ছোট গর্ত করেছেন। সেই গর্তে ঠান্ডা জলে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর কোনও সহযোগী ক্যামেরাবন্দি করেন সেই ঘটনা। ক্যামেরার ফ্রেমে জেসনের গোল্ডেন রিট্রিভারকেও দেখা যাচ্ছে।
হ্রদের জলে এবার ডুব দিয়েএবার সাঁতরে বেশ কিছুটা এগিয়ে যান। তারপর আবার ফিরে আসতে চান সেই গর্তের কাছে। কিন্তু কিছুটা দিক ভুল করে পাশের দিকে চলে যান। ফলে গর্তটি খুঁজে পাননি। এদিক ওদিক করে কোনও রকমে সেই গর্তের কাছে পৌঁছন। উঠেই হাঁপাতে থাকেন।
জেসন জানিয়েছেন, জলের তলায় তিনি দিক ভুল করেন, তার উপর কিছু দেখতেও পাচ্ছিলেন না। এমনিতেই জলে খালি চোখে সব কিছু ছাপসা দেখা। তার উপর জল এত ঠান্ডা ছিল জেসন জানিয়েছেন, তাঁর চোখ যেন জমে যাচ্ছিল। ফলে দিক ভুল করার আর দেখতে পাচ্ছিলেন না কোন দিকে যাবেন। এক সময় তিনি ভয় পেয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন: ছাদ থেকে যা ঝুলছে তা মোটেই ঝাড়বাতি নয়, এটি দিব্যি কেটে খাওয়া যায়!
দেখুন সেই ভিডিয়ো:
ইনস্টাগ্রামে জেসন ক্লার্কের প্রায় ৩০ লাখ ফলোয়ার। ভিডিয়োটি আমেরিকার উটাহ-তে রেকর্ড করা হয়েছে। এই ভিডিয়ো ছাড়াও ওই দিনের এই অ্যাডভেঞ্চারের কয়েকটি ভিডিয়ো পোস্ট করেছেন জেসন। সেখানেও তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
আরও পড়ুন: মস্কোর রাস্তা থেকে ব্যাটম্যানের গাড়ি টেনে নিয়ে গেল পুলিশ!
দেখুন সেই ভিডিয়ো:
You have to try it twice! Added a little more safety. The exit hole is almost comically big.
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy