করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে ভর্তি টিকটক স্টার। ছবি টুইটার থেকে সংগৃহীত।
টিকটকে ‘করোনাভাইরাস চ্যালে়ঞ্জ’ নিয়ে চেটেছিলেন কমোড। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার কয়েক দিন পর সত্যিই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার ওই টিকটক স্টার। ২১ বছরের ওই যুবকের নাম লার্জ। ব্রিটেনের একটি সংবাদমাধ্যমকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকার কথা জানিয়েছেন তিনি।
করোনা আতঙ্ককে ফুৎকার করে অদ্ভূত এই চ্যালেঞ্জ শুরু করেছিলেন মিয়ামির এক মডেল। আভা লাউজি নামের ওই মডেল ও টিকটক স্টার বিমানের টয়লেটের কমোড চেটে এই চ্যালেঞ্জের সূত্রপাত করেছিলেন। সেই কাজের জন্য নেটাগরিকরা তাঁকে ‘অ্যাটেনশন সিকার’ বলে ভর্ৎসনাও করেছিলেন।
আভার দেখানো পথেই লার্জ নিয়েছিলেন করোনা চ্যালেঞ্জ। তিনি টয়লেটের কমোড ছা়ড়া, বাসের হাতল, হাসপাতালের বিছানাও চেটেছিলেন। এখন কোভিভ-১৯-এ আক্রান্ত হয়ে সেই কাজের মাশুল গুনছেন তিনি।
A kid who licked toilets as part of the #CoronaVirusChallenge says he's now in the hospital with coronavirus. @gayshawnmendes was also just suspended from twitter pic.twitter.com/lfG2NBlTrs
— Pardes Seleh (@PardesSeleh) March 23, 2020
আমেরিকাতেও রোজদিন করোনায় আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৫২ হাজার।
দেখুন লার্জের সেই চ্যালেঞ্জের ভিডিয়ো—
আরও পড়ুন: বিজ্ঞাপনে করোনা নিয়ে সতর্কবার্তা গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির
আরও পড়ুন: চিনকে টপকাল স্পেন, উদ্বেগ নিউ ইয়র্ক নিয়ে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy