বালুচিস্তানে বিস্ফোরণ। ছবি : টুইটার থেকে নেওয়া।
বালুচিস্তানের এক থানার সামনে শক্তিশালী বিস্ফোরণে মৃত্যু হল অন্তত পাঁচ জনের। তাঁদের মধ্যে দু’জন নিরাপত্তা কর্মী। আহত হয়েছেন অন্তত ৩৮ জন। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোয়েটার ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) অব পুলিশ আবদুল রেজ্জাক চিমা বিস্ফোরণে মৃত্যুর কথা স্বীকার করেছেন।
পাকিস্তানের এক প্রথম সারির দৈনিক সংবাদপত্র জানিয়েছেন, এই বিস্ফোরণের দায় নিয়েছে নিষিদ্ধ সংগঠন তেহেরিক-ই-তালিবান পাকিস্তান।
বিস্ফোরণটি যেখানে হয়, সেটি একটি বাজার এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, আশেপাশের দোকানের শাটার, কাচ ভেঙে গিয়েছে। এমনকি সামনে যে গাড়ি ও বাইকগুলি ছিল সেগুলিরও ব্যাপক ক্ষতি হয়েছে।
চিমা দাবি করেছেন, বিস্ফোরণের লক্ষ্য ওই এলাকার স্টেশন হাউস অফিসার (এসএইচও)। থানার সামনে এসএইচও শাফাত গাড়ি থেকে নামতেই বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর শাফাত-সহ অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়। এসএইচও শাফাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : নদীতে দিব্যি ভেসে চলেছে পাঁচতলা বিল্ডিং
আরও পড়ুন : মাত্র ৯ টাকা হাতিয়ে ১৫ লক্ষ টাকা জরিমানার মুখে বাস কন্ডাক্টর!
আত্মঘাতী হামলা না দূর নিয়ন্ত্রিত বিস্ফোরণ এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন চিমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টহলদারি গাড়ির পাশে একটি মোটরসাইকেল দাঁড় করানো ছিল। সেটাতেই বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। বিস্ফোরণের সময় রাস্তা দিয়ে যাঁরা যাচ্ছিলেন তাঁরাও বিস্ফোরণের কবলে পড়েন। তাঁদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশুও আহত হয়েছে।
JUST IN: 4 including Additional SHO killed in a bomb blast near Bacha Khan Chowk of Quetta, Balochistan. 25 others injured as well as per initial details. pic.twitter.com/IN10x2SPTy
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) July 30, 2019
পাকিস্তানের গৃহমন্ত্রী মীর জিয়া লাঙ্গোভ বলেছেন, সন্ত্রাসবাদীদের এই ধরনের হামলা সরকারকে দমিয়ে দিতে পারবে না। ওই প্রদেশকে সন্ত্রাসমুক্ত করার যে পণ সরকার নিয়েছে, তা চলবে।
Footage Just after the horrible #blast in #Quetta.
— Asim Ahmed khan (@leokhanasim) July 30, 2019
4 martyred, 26 injured including 4 critical. #Balochistan #QuettaBlast pic.twitter.com/Rp8sjd2YUd
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy