মাস্ক তুলে আনছে সিগাল। ছবি: টুইটার থেকে নেওয়া।
একটা ছোট সিগালের চঞ্চুতে আকাশি রঙের ডিসপোজেবল মাস্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি যেন অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ছবিটি ইংল্যান্ডের এক সৈকতে ক্যামেরাবন্দি করেন এক ব্যক্তি। পরিবেশ সচেতন অনেকেই এই ছবি শেয়ার করেছেন।
ইংল্যান্ডের ওয়েস্টন সুপার মারে টাউনে নিক নামের বছর বাহান্নার এক ব্যক্তি এক দিন সকালে সাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। তখনই তিনি দেখতে পান, একটি সিগাল মুখে একটি মাস্ক ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নিক লক্ষ্য করেন, আশপাশে আরও প্রচুর মাস্ক পড়ে রয়েছে। তিনি সিগালটির ছবি তোলেন। এর পরে তা পোস্ট করে লেখেন, ‘এই ছবি যথেষ্ট হতাশাজনক’।
ওয়েস্টন সুপার মারে টাউনে পর্যটকদের ভিড় লেগেই থাকে। এখনও প্রচুর মানুষ যাতায়াত করছেন। আর তাঁরা কেউ মাস্ক, কেউ পিপিই ফেলে দিচ্ছেন যত্রতত্র। ফলে এই সব বর্জ্য থেকেও করোনা ছড়ানোর সম্ভাবনা রয়ে যাচ্ছে। আর এগুলি যে হেতু দ্রুত নষ্ট হবে না তাই মাটি বা জলকে দূষিত করতে থাকবে।
আরও পড়ুন: এই টিকটিকির দাম ২৫ লাখ টাকার বেশি, উদ্ধারের সঙ্গে চোরও ধরলেন মার্কিন গোয়েন্দারা
আরও পড়ুন: প্রাণ বাঁচাল হাত ঘড়ি, ইনদওরে প্রৌঢ়ের কঠিন রোগ ধরিয়ে দিল অ্যাপল ওয়াচ
অন্য নেটাগরিকদের পাশাপাশি শিল্পপতী ধনরাজ নাথওয়ানি এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা এই ছবিটি তাঁদের টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন। সেই সঙ্গে এই সব বর্জ্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন।
This photo sends out a strong message to us that we need to handle our #biowaste more responsibly! Given the huge volume of #waste, we need to be careful that #COVID19 does not spread through the waste to other humans or #wildlife or contaminate the soil or #water.#Nature @WWF pic.twitter.com/pBKM1yZZws
— Dhanraj Nathwani (@DhanrajNathwani) October 20, 2020
The mask that masks the human face,
— Susanta Nanda IFS (@susantananda3) October 20, 2020
Also shows our character as a species when it comes off..
( Please be responsible in disposing them. The world belongs equally to our co inhabitants) pic.twitter.com/0dwQ5EDrDh
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy