Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Viral

খালি হাতে, জলের মধ্যে এত বড় কুমির ধরা কি সম্ভব? সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

কুমির ধরার উপায় হল জলে নেমে তার চারদিকে ঘুরে ঘুরে তাকেক্লান্ত করে দেওয়া যাতে সহজেই তার মুখে কোনও কিছু বেঁধে জল থেকে তুলে আনা যায়। আর অ্যালিগেটরটি যদি খুব শক্তিশালী এবং অক্লান্ত হয় তবে তাকে ততক্ষণ পর্যন্ত খেলাতে হবে যতক্ষণ না সে জল থেকে হাতে করে তুলে আনার মতো ক্লান্ত হয়ে হয়ে পড়ে।

পলের ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া ছবি।

পলের ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া ছবি।

সংবাদ সংস্থা
টালাহাসি, ফ্লোরিডা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ১৯:২১
Share: Save:

খালি হতে পশুপাখি এমন কি সাপ ধরার ছবি মাঝে মধ্যেই সামনে আসে। কিন্তু এবার যে ছবি সামনে এল তা দেখলে বিশ্বাসই হবে না। মনে হবে বাস্তবে এটা কী সম্ভব! সম্প্রতি খালি হাতে প্রায় ন’ ফুট লম্বা একটি কুমিরকে ধরার কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে। সেই ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পল বিডার্ড নামে এক ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৬ অক্টোবর বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি সুইমিংপুলে দুই হাত দিয়ে মাথার উপর একটি কুমিরকে ধরে রেখেছেন। ওই পোস্টে দাবি করা হয়েছে, কুমিরটি নাকি সুইমিংপুলে নেমে পড়েছিল। সেখান থেকে আর বেরতে পারছিল না। ডাক পড়ে পলের।

পল লিখেছেন, কুমির ধরার উপায় হল জলে নেমে তার চারদিকে ঘুরে ঘুরে তাকেক্লান্ত করে দেওয়া যাতে সহজেই তার মুখে কোনও কিছু বেঁধে জল থেকে তুলে আনা যায়। আর অ্যালিগেটরটি যদি খুব শক্তিশালী এবং অক্লান্ত হয় তবে তাকে ততক্ষণ পর্যন্ত খেলাতে হবে যতক্ষণ না সে জল থেকে হাতে করে তুলে আনার মতো ক্লান্ত হয়ে হয়ে পড়ে।

আরও পড়ুন : এত বড় কিং কোবরাকে ধরার ভিডিয়ো দেখেছেন কোনও দিন?

পরিকল্পনা মতো পল জলে ঝাঁপ দেন। তারপর খেলিয়ে খেলিয়ে কুমিরটিকে ক্লান্ত করে দেন। তারপর সেটিকে কোলে করে জল থেকে তুলে নিয়ে আসেন। কুমিরটিকে ধরার সাতটি ছবি পোস্ট করেছেন পল। সেখানে দেখা যাচ্ছে, দু’ হাতে করে মাথার উপর তুলে রেখেছেন। পরে ছবিগুলিতে দেখা যাচ্ছে, কুমিরটিকে জল থেকে তুলে হেঁটে যাচ্ছেন।

আরও পড়ুন : সুন্দর ডিজাইন, আকর্ষণীয় দাম ও ফিচার নিয়ে বাজারে এল নোকিয়া ১১০ (২০১৯)

পলের কোলেকুমির দেখে মনে হচ্ছে যেন কোনও বাধ্য পোষ্যকে কলে নিয়ে আদর করছেন।পল জানিয়েছেন, কুমিরটি বেশ ‘শান্ত স্বভাবের’ ছিল। তাই তাকে ধরতে বেশি বেগ পেতে হয়নি। তার দৈর্ঘ্য প্রায় ন’ ফুটের মতো। সেটি বয়স বছর খানেক হবে বলে জানিয়েছেন পল। পলের এই ছবিগুলিতেইতিমধ্যেই প্রচুর লাইক পড়েছে শুরু করেছে। সেই সঙ্গে কমেন্টও। তবে কুমিরের সঙ্গে পলের আরও বেশ কিছু ছবি রয়েছে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

দেখুন পলের সেই ইনস্টাগ্রাম পোস্ট:

Got an e-gator call this morning about an 8 to 9 foot alligator in a swimming pool up in Parkland. The gator had walked through the screen and into the pool. I haven't had a good-sized gator in a swimming pool in probably a year, so I was kind of looking forward to this when I got the call. These are actually fun because the gator can't go anywhere and the water's almost always crystal clear. So all I have to do is jump in the water play around with him until he's tired and I can either hold his mouth shut and put a snare on it and tape it, or if he super energetic I can get him tired enough where I can just pick him up without the tape and carry him out in the yard and then tape him up once I get there. This guy was super mellow didn't really give me a hard time at all, I couldn't get him to spin on me he really wanted nothing to do with me. I simply made a frontal catch put a snare on his mouth and taped him up. Then finally got him to expend some energy.... I didn't want to pull him out of the water until he was tired, because he'll usually go into a death roll and smash himself up on the concrete or, if he's not taped, bite the concrete or something so it's always better to make him expend that energy in the water where is not going to get banged up. He ended up being 8 feet 8 in, and didn't really give me a hassle at all, it was basically as smooth and easy as it ever gets. Thank you Lord, much appreciated. #gatorboysalligatorrescue #gatorboys #rescue #animal #alligator #gators #gator #paulbedard #evergladesholidaypark #everglades #crocodile #croc #greatful #nuisancealligator

A post shared by Paul Bedard (@gatorboysalligatorrescue) on

অন্য বিষয়গুলি:

Viral Alligator Florida
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy