পায়ে ব্যান্ডেজের জুতো পরেই সোনার মেডেল জয়। ছবি টুইটার থেকে সংগৃহীত।
নামী দামি কোম্পানির জুতো কেনার সামর্থ্য নেই। কিন্তু প্রতিযোগিতায় জেতার স্বপ্ন দেখা থামেনি তাতে। তাই পায়ে ব্যান্ডেজ জড়িয়ে জুতো তৈরি করেছিল সে। আর তা পরে দৌড়েই জিতেছে তিনটি সোনার মেডেল। ফিলিপিন্সের ১১ বছরের স্কুল ছাত্রীর রেস জেতার এই সংকল্পকে কুর্নিশ জানাচ্ছে নেটদুনিয়া।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল ইলইলো স্কুলস স্পোর্টস মিট। স্কুলভিত্তিক সেই প্রতিযোগিতায় ছিল বিভিন্ন ইভেন্ট। সেখানেই ৪০০ মিটার, ৮০০ মিটার ও ১৫০০ মিটার— এই তিনটি ইভেন্টে সোনার মেডেল জিতেছে ১১ বছরের রিহা বুলোস।
এই ইভেন্টে দৌড় শেষ করে ফেরার পর চোখে পড়ে, বুলোসের পায়ে নেই কোনও জুতো। বদলে ব্যান্ডেজ জড়িয়ে জুতোর মতো কিছু একটা তৈরি করেছে সে। সেই ব্যান্ডেজের জুতোতে লেখা ‘নাইকি’। সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। তার পরই বুলোসকে জুতো কিনে দিতে আগ্রহী হয়েছেন নেটিজদেনরা।
বুলোসের প্রশিক্ষক সে দেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘জুতো ছিল না। কিন্তু খালি পায়েই প্রচণ্ড পরিশ্রম করত সে। ও সোনা জেতায় আমি খুব খুশি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy