শিল্পপতি বিজয় মাল্য। ছবি- এএফপি
দেশের বেসরকারি বিমানসংস্থাগুলির প্রতি কেন্দ্রের বৈষম্যমূলক আচরণের সমালোচনার পরের দিনই ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মন্তব্যের দিকে আঙুল তুললেন বিশিষ্ট শিল্পপতি বিজয় মাল্য। প্রশ্ন তুললেন, ‘‘মিথ্যেটা আসলে কে বলছেন?’’
বুধবার মাল্য তাঁর টুইটে লিখেছেন, ‘‘ঋণ বাবদ আমার কাছ থেকে ব্যাঙ্কগুলি যে পরিমাণ টাকা চাইছে, প্রধানমন্ত্রী মোদী বলছেন, তার চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা তাঁর সরকার আমার কাছ থেকে উদ্ধার করতে পেরেছে। আর স্টেট ব্যাঙ্ক-সহ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি বলছে অন্য কথা বলছে ব্রিটেনের আদালতে। কার কথা বিশ্বাসযোগ্য? কেউ না কেউ তো মিথ্যেটা বলছেনই।’’
আরও পড়ুন
প্রত্যর্পণ মামলায় আর্জি খারিজ বিজয় মাল্যের
গত কাল একের পর এক টুইট করেন মাল্য। তার কোনওটায় তিনি সমর্থন করেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গয়ালকে যিনি দিনদু’য়েক আগে কার্যত সব সম্পর্ক ছিন্ন করেছেন ওই বেসরকারি বিমানসংস্থাটির সঙ্গে। ? আরও পড়ুন প্রত্যর্পণ মামলায় আর্জি খারিজ বিজয় মাল্যের
আরও পড়ুন প্রত্যর্পণ মামলায় আর্জি খারিজ বিজয় মাল্যের
None other than the Prime Minister of India specifically says in an interview that his Government has recovered more money than I allegedly owe PSU Banks and the same Banks claim otherwise in English Courts. Who does one believe ? One or the other is lying.
— Vijay Mallya (@TheVijayMallya) April 18, 2019
গত কাল একের পর এক টুইট করেন মাল্য। তার কোনওটায় তিনি সমর্থন করেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গয়ালকে যিনি দিনদু’য়েক আগে কার্যত সব সম্পর্ক ছিন্ন করেছেন ওই বেসরকারি বিমানসংস্থাটির সঙ্গে। ?
আরও পড়ুন- মাল্যের আবেদন খারিজ, প্রত্যর্পণেই সায় ব্রিটেন হাইকোর্টের
ঋণভারে জর্জরিত জেট এয়ারওয়েজের প্রতি সহানুভূতি প্রকাশ করে মাল্য সমর্থন করেন নরেশ গয়ালকে। মাল্যের অভিযোগ, ‘‘বেসরকারি বিমানসংস্থা ও সরকারি বিমানসংস্থার মধ্যে বৈষম্য সৃষ্টি করছে সরকার। কিংফিশার এয়ারলাইন্স ও জেট এয়ারওয়েজ, দু’টি সংস্থারই বেহাল দশার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy