ডোনাল্ড ট্রাম্পের সভায় বন্দুকবাজের হামলার পরে স্থানীয় গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই দাবি করলেন আমেরিকার শীর্ষ পর্যায়ের রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ়ের প্রাক্তন সঞ্চালক টাকের কার্লসনের পডকাস্ট অনুষ্ঠানে যোগ দিয়ে উইটকফ ট্রাম্প এবং পুতিনের ‘বন্ধুত্বের’ দিকটি তুলে ধরেন।
রুশ-ইউক্রেন যুদ্ধে দাঁড়ি টানতে ট্রাম্পের দূত হিসাবে দু’বার মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন উইটকফ। পুতিনের সঙ্গে তাঁর দ্বিতীয় বৈঠকের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে মার্কিন দূত জানান, ট্রাম্পের উপর বন্দুকবাজের হামলার পরেই বর্তমান মার্কিন প্রেসিডেন্টের আরোগ্য কামনায় স্থানীয় গির্জায় যান পুতিন, এবং ট্রাম্পের জন্য প্রার্থনা করেন।
ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই রাশিয়া এবং পুতিন নিয়ে অবস্থান বদলেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের সম্পর্কে বাইডেন আমলের শীতলতা কেটেছে। রুশ-ইউক্রেন সংঘাত বন্ধ করতে ইতিমধ্যেই পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা। মঙ্গলবার এই বিষয়ে পুতিনের সঙ্গে ফোনে কথাও বলেন ট্রাম্প।
গত জুলাই মাসে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের সভায় হামলা হয়েছিল। বন্দুক হাতে ট্রাম্পের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এক যুবক। গুলিও চালিয়েছিলেন। অল্পের জন্য সে বার রক্ষা পেয়েছিলেন ট্রাম্প। গুলি তাঁর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল। কান থেকে রক্তও ঝরেছিল বিস্তর।