চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে ভিগ্নেশ পুথুরকে নিয়ে। আইপিএল তারকার জন্ম দেয়। ভিগ্নেশ যদিও নায়ক হতে পারেননি। হেরে যাওয়া দলের ভাল খেলোয়াড় হয়ে রয়ে গেলেন। তরুণ সতীর্থের প্রশংসা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
চিপকে স্পিনারেরা সাহায্য পান। রবিবারও ব্যতিক্রম হয়নি। চেন্নাই দলের স্পিনারেরা যেমন মুম্বই ব্যাটারদের চাপে রেখেছিলেন, তেমনই চেন্নাই ব্যাটারদের উপর চাপ তৈরি করেন ভিগ্নেশ। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার সম্পর্কে সূর্য বলেন, “ভিগ্নেশ দুর্দান্ত। মুম্বই এমন ক্রিকেটারদের খুঁজে বার করতে দক্ষ। ১০ মাস ধরে স্কাউটেরা এই কাজটাই করে থাকেন। ভিগ্নেশ সেটারই ফল। আমি ভিগ্নেশের এক ওভার রেখে দিয়েছিলাম শেষ দিকে করানোর জন্য। কারণ মনে হয়েছিল ম্যাচটা শেষ ওভার পর্যন্ত যেতে পারে। তবে ভিগ্নেশকে ১৮তম ওভার দেওয়ার জন্য খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না।”
আরও পড়ুন:
সূর্যের আক্ষেপ রইল দলের ব্যাটারদের নিয়ে। তিনি মনে করেন আর ১৫-২০ রান বেশি করতে পারলে মুম্বই ম্যাচটি জিততেও পারত। যদিও মুম্বই যে ভাবে খেলছিল, তাতে শেষবেলায় দীপক চহর রান করতে না পারলে আরও ১৫-২০ রান কম হতে পারত। সূর্য বলেন, “আমাদের ১৫-২০ রান কম হয়েছে। তবে ছেলেরা দুর্দান্ত লড়াই করেছে। এখানে তেমন শিশির ছিল না। তবে পিচে বল থমকে আসছিল। যদিও রুতুরাজ (গায়কোয়াড়) যে ভাবে ব্যাট করল, তাতে ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে যায়।”
রবিবার আইপিএলে মুখোমুখি হয় চেন্নাই এবং মুম্বই। প্রথমে ব্যাট করে মুম্বই ১৫৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই ৫ বল বাকি থাকলে ম্যাচ জিতে নেয়। হাতে ছিল ৪ উইকেট।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:৫০
অপরাজিত ৯৭ রানের নেপথ্যে ১০ দিনের প্রস্তুতি, ম্যাচ জিতে কলকাতার প্রশংসায় ডি’কক -
২৩:৪৯
জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন রাহানে, সাহসী ক্রিকেটেই সাফল্য, দাবি কেকেআর অধিনায়কের -
২৩:০১
৫ কারণ: রাজস্থানকে গুয়াহাটির মাঠে হারিয়ে কী ভাবে জয়ে ফিরল কলকাতা -
২২:৫৭
বর্ষাপারে স্বস্তি পেল কেকেআর, ডি’ককের বর্ষণে ৮ উইকেট জয় কলকাতার, চিন্তা রইল শুধু জনসনকে নিয়ে -
২১:১৯
আইপিএলে বোলারদের এ বার মনোবিদ দেখাতে হবে, কেন এমন বললেন অশ্বিন