চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে ভিগ্নেশ পুথুরকে নিয়ে। আইপিএল তারকার জন্ম দেয়। ভিগ্নেশ যদিও নায়ক হতে পারেননি। হেরে যাওয়া দলের ভাল খেলোয়াড় হয়ে রয়ে গেলেন। তরুণ সতীর্থের প্রশংসা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
চিপকে স্পিনারেরা সাহায্য পান। রবিবারও ব্যতিক্রম হয়নি। চেন্নাই দলের স্পিনারেরা যেমন মুম্বই ব্যাটারদের চাপে রেখেছিলেন, তেমনই চেন্নাই ব্যাটারদের উপর চাপ তৈরি করেন ভিগ্নেশ। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার সম্পর্কে সূর্য বলেন, “ভিগ্নেশ দুর্দান্ত। মুম্বই এমন ক্রিকেটারদের খুঁজে বার করতে দক্ষ। ১০ মাস ধরে স্কাউটেরা এই কাজটাই করে থাকেন। ভিগ্নেশ সেটারই ফল। আমি ভিগ্নেশের এক ওভার রেখে দিয়েছিলাম শেষ দিকে করানোর জন্য। কারণ মনে হয়েছিল ম্যাচটা শেষ ওভার পর্যন্ত যেতে পারে। তবে ভিগ্নেশকে ১৮তম ওভার দেওয়ার জন্য খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না।”
আরও পড়ুন:
সূর্যের আক্ষেপ রইল দলের ব্যাটারদের নিয়ে। তিনি মনে করেন আর ১৫-২০ রান বেশি করতে পারলে মুম্বই ম্যাচটি জিততেও পারত। যদিও মুম্বই যে ভাবে খেলছিল, তাতে শেষবেলায় দীপক চহর রান করতে না পারলে আরও ১৫-২০ রান কম হতে পারত। সূর্য বলেন, “আমাদের ১৫-২০ রান কম হয়েছে। তবে ছেলেরা দুর্দান্ত লড়াই করেছে। এখানে তেমন শিশির ছিল না। তবে পিচে বল থমকে আসছিল। যদিও রুতুরাজ (গায়কোয়াড়) যে ভাবে ব্যাট করল, তাতে ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে যায়।”
রবিবার আইপিএলে মুখোমুখি হয় চেন্নাই এবং মুম্বই। প্রথমে ব্যাট করে মুম্বই ১৫৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই ৫ বল বাকি থাকলে ম্যাচ জিতে নেয়। হাতে ছিল ৪ উইকেট।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ