চিনের সঙ্গে আমেরিকার সম্ভাব্য সংঘাতের পরিকল্পনা নিয়ে ইলন মাস্কের সঙ্গে কোনও আলোচনা করা উচিত নয়। এমনটাই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, ইলনের ব্যবসায়িক স্বার্থের কথা মাথায় রেখেই এই বিষয়ে তাঁকে কোনও তথ্য জানানো উচিত নয়। বস্তুত, ট্রাম্পের প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ধনকুবের ইলন। টেসলা কর্তা বর্তমানে ট্রাম্পের অন্যতম পরামর্শদাতা। আমেরিকার সরকারি দক্ষতা বিষয়ক দফতরেরও দায়িত্বে রয়েছেন তিনি। সেই ইলনের বিষয়ে ট্রাম্পের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি আমেরিকার সামরিক সদর দফতর পেন্টাগনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ইলন। সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইম্স’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, সেখানে চিনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের বিষয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প এবং ইলন উভয়েই সেই তত্ত্ব উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, ওই তথ্যটি ভুল। চিনের সঙ্গে সংঘাতের সম্ভাবনা নিয়ে ইলনের সঙ্গে পেন্টাগন কোনও আলোচনা করেনি বলে দাবি উভয়েরই।
আরও পড়ুন:
পেন্টাগন-ইলন বৈঠক নিয়ে এই বিতর্কের মাঝে ট্রাম্প জানান, ইলনের সঙ্গে চিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। সেই কারণে বিষয়টির প্রতি তিনি সংবেদনশীল হতে পারেন। সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, টেসলার ব্যবসা চিনেও সম্প্রসারিত করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছেন ইলন। এই অবস্থায় ধনকুবেরের ব্যবসা এবং সরকারি দায়িত্বের মধ্যে ভারসাম্য নিয়ে চিন্তার আভাস মিলেছে ট্রাম্পের মন্তব্যে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, খরচ কমানোর বিষয়ে আলোচনার জন্য শুক্রবার সকালে পেন্টাগনে গিয়েছিলেন ইলন। টেসলা কর্তার সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়ে তথ্য সংগ্রহের জন্য পেন্টাগনের এক মুখপাত্রকে ইমেল করে ‘দ্য গার্ডিয়ান’। ওই মুখপাত্রও চিন প্রসঙ্গে কোনও আলোচনার কথা অস্বীকার করেছেন।