Advertisement
E-Paper

ভারতের পাশে দাঁড়ালেন ট্রাম্প, তেজস যুদ্ধবিমানের জন্য চলতি বছরেই ইঞ্জিন পাঠাবে আমেরিকা

৭১ কোটি ৬০ লক্ষ ডলারের (প্রায় ৬১৫৭ কোটি টাকা) চুক্তি অনুযায়ী তেজস নির্মাণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-কে ৯৯টি ইঞ্জিন সরবরাহ করবে আমেরিকার জিই।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১২:২৮
Share
Save

চলতি বছরের ভারতে তৈরি তেজস মার্ক-১এ যুদ্ধবিমানের জন্য নির্বাচিত এফ১০৪ ইঞ্জিন পাঠানো শুরু করবে আমেরিকা। ইঞ্জিনের নির্মাতা সংস্থা জেনারেল ইলেকট্রিকস (জিই) অ্যারোস্পেস চলতি বছরেই ১২টি ইঞ্জিন সরবরাহ করবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন ২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় এফ১০৪ ইঞ্জিন সরবরাহের জন্য দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রাথমিক ভাবে ২০২৩ সালের শেষপর্ব থেকে ইঞ্জিন সরবরাহ করার কথা ছিল। কিন্তু তা হয়নি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে শুল্ক নিয়ে টানাপড়েনের আবহে পুরো প্রক্রিয়া ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

এমনকি, ভারতকে ইঞ্জিন সরবরাহের ক্ষেত্রে ট্রাম্প সরকার বিধিনিষেধ বলবৎ করতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত এ সংক্রান্ত সমস্ত জটিলতা কেটে গিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। ৭১ কোটি ৬০ লক্ষ ডলারের (প্রায় ৬১৫৭ কোটি টাকা) চুক্তি অনুযায়ী তেজস নির্মাণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’ (হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড)-কে ৯৯টি ইঞ্জিন সরবরাহ করবে জিই।

দীর্ঘ পরীক্ষাপর্বের পরে ২০২১ সালের গোড়ায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮৩টি চতুর্থ প্রজন্মের ‘লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্‌ট’ তেজসের উন্নত সংস্করণ মার্ক-১এ কেনার বিষয়ে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। তার পরেই বাণিজ্যিক ভিত্তিতে এর উৎপাদন শুরু করেছিল হ্যাল। বায়ুসেনা সূত্রের খবর, মূলত ষাটের দশকের রুশ মিগ-২১-এর পরিবর্ত হিসাবেই ব্যবহার করা হবে হালকা যুদ্ধবিমানগুলি। আগামী কয়েক বছরে ৩০০-রও বেশি তেজস যুদ্ধবিমান শামিল করার পরিকল্পনা রয়েছে বায়ুসেনার ফাইটার স্কোয়াড্রনগুলিতে। কিন্তু সরবরাহ থমকে যাওয়ায় ক্ষোভপ্রকাশ করেছিলেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহ।

Tejas Mark 1A Tejas IAF HAL

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}