এইচ১বি-র মতো বেশ কিছু কাজের ভিসা সাময়িক ভাবে নিষিদ্ধ করার কথা চিন্তা-ভাবনা করছে মার্কিন প্রশাসন। ছবি: রয়টার্স।
বেকার-ভাতার জন্য গত সপ্তাহেই তিন কোটিরও বেশি মার্কিন নাগরিক সরকারের কাছে আবেদন জানিয়েছেন। অর্থনীতির চাকা ঘোরাতে কিছু কিছু প্রদেশে লকডাউন উঠতে শুরু করেছে আমেরিকায়। কিন্তু পরিসংখ্যান বলছে, গত মাসেই বেকারত্বের হার ১৪.৭ শতাংশে পৌঁছেছে। যা শেষ কয়েক মাসের মধ্যে সর্বাধিক। এই পরিস্থিতিতে ফের নড়েচড়ে বসেছে মার্কিন অভিবাসন দফতর। একটি প্রথম সারির মার্কিন দৈনিক গত কাল দাবি করেছে, এইচ১বি-র মতো বেশ কিছু কাজের ভিসা সাময়িক ভাবে নিষিদ্ধ করার কথা চিন্তা-ভাবনা করছে মার্কিন প্রশাসন। অভিবাসন দফতরের উপদেষ্টারা ইতিমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন। তবে সরকারি ভাবে এখনও মুখ খোলেনি হোয়াইট হাউস।
ভারত-চিনের মতো দেশের প্রচুর তথ্যপ্রযুক্তি কর্মীকে মূলত এইচ১বি ভিসার মাধ্যমেই মার্কিন মুলুকে কাজে নিয়োগ করে থাকে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। এ ছাড়া, বিদেশি কর্মীদের জন্য রয়েছে অন্য কয়েকটি ভিসাও। কিন্তু বর্তমানে প্রায় ৫০ লক্ষ অভিবাসী কর্মী শুধু এইচ১বি ভিসা নিয়েই আমেরিকায় কাজ করছেন। দীর্ঘ লকডাউনে কর্মহীন মার্কিন নাগরিকদের জন্য চাকরির ব্যবস্থা করতে দু’দিন আগেই সেনেটের চার সদস্য অভিবাসীদের কাজের ভিসা আগামী দু’মাসের জন্য নিষিদ্ধ করতে আর্জি জানিয়েছিলেন। তার পরেই বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসন ফের ভাবনা-চিন্তা শুরু করেছে, জানিয়েছে ওই দৈনিক।
তথ্যপ্রযুক্তি কর্মীদের ভিসা বাতিল করার পাশাপাশি অবশ্য অভিবাসী চিকিৎসক ও নার্সদের গ্রিন কার্ড দেওয়ার কথা ভাবছে মার্কিন সরকার। মার্কিন কংগ্রেসে ইতিমধ্যেই এ বিষয়ে একটি প্রস্তাব পেশ হয়েছে। এটি পাশ হয়ে গেলে প্রায় ২৫ হাজার অভিবাসী নার্স এবং ১৫ হাজার অভিবাসী চিকিৎসক মার্কিন নাগরিকত্ব পেয়ে পাকাপাকি ভাবে এখানে থাকার সুযোগ পাবেন। বর্তমানে করোনা অতিমারির জেরে দেশের স্বাস্থ্য পরিষেবার যা পরিস্থিতি, তাতে এই সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে গ্রিন কার্ড অবিলম্বে দেওয়া প্রয়োজন বলে মনে করছে মার্কিন প্রশাসন।
আরও পড়ুন: বাড়ছে বেকারত্ব, আমেরিকায় নতুন ভিসা পেতে সমস্যা হতে পারে ভারতীয়দের
প্রথম হিন্দু পাইলট হিসাবে পাক বায়ুসেনায় নির্বাচিত, নজির রাহুল দেবের
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy