বিশ্বকাপ কভার করতে গিয়ে মৃত্যু হল আমেরিকার সাংবাদিকের। ছবি: সংগৃহীত।
কাতারে ফুটবল বিশ্বকাপ কভার করতে গিয়ে মৃত্যু হল আমেরিকার সাংবাদিকের। শনিবার মেসিদের খেলা চলাকালীন গ্যালারিতে হঠাৎ পড়ে যান তিনি। তার পর আর ওঠেননি। খেলা চলাকালীন সাংবাদিকের এই আকস্মিক মৃত্যু নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
মৃত সাংবাদিকের নাম গ্র্যান্ট ওয়াহল। আমেরিকার অন্যতম জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ছিলেন তিনি। শনিবার আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচ কভার করতে তিনি ছিলেন কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামের গ্যালারিতে। তাঁর মৃত্যু নিয়ে বিতর্কের কারণ হল, কিছু দিন আগে কাতারের পুলিশের হাতে আটক হয়েছিলেন গ্র্যান্ট। রামধনু রঙের পোশাক পরে এলজিবিটিকিউ কমিউনিটির প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি। তার পর তাঁকে আটক করা হয়। তার কিছু দিনের মধ্যেই এই মৃত্যু।
Just now: Security guard refusing to let me into the stadium for USA-Wales. “You have to change your shirt. It’s not allowed.” pic.twitter.com/TvSGThMYq8
— Subscribe to GrantWahl.com (@GrantWahl) November 21, 2022
মৃত্যুকালে গ্র্যান্টের বয়স হয়েছিল ৪৮ বছর। আমেরিকা এবং ওয়েলসের খেলা দেখতে তিনি কাতারের আহমদ বিন আলি স্টেডিয়ামে গিয়েছিলেন রামধনু পোশাক পরে। তাঁকে সে দিন স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কাতারে সমলিঙ্গ বিবাহ নিষিদ্ধ। সাংবাদিক টুইট করে জানিয়েছিলেন, পোশাকের কারণে তাঁর ফোন কেড়ে নেওয়া হয়।
গ্র্যান্টের পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়েছে কাতার সরকারের বিরুদ্ধে। তাঁর ভাই ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে বলেছেন, ‘‘আমার নাম এরিক ওয়াহল, আমি গ্র্যান্টের ভাই। আমি সমকামী। আমার জন্যই গ্র্যান্ট রামধনু রঙের পোশাক পরেছিল। আমার দাদা সুস্থ ছিল। ও আমাকে জানিয়েছিল, ওকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি না, ও এমনি এমনি মরে গিয়েছে। আমার মনে হয় ওকে খুন করা হয়েছে। সাহায্যের আবেদন জানাচ্ছি।’’
গ্যালারিতে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট অংশে বসে খেলা দেখছিলেন গ্র্যান্ট। তাঁর সহকর্মী জানিয়েছেন, অতিরিক্ত সময়ের খেলা চলাকালীন গ্র্যান্ট হঠাৎ পড়ে যান। আর তাঁকে জাগানো যায়নি।
তবে গ্র্যান্ট একটি পোস্টে নিজেই লিখেছিলেন, তিনি অসুস্থ। কাজের চাপে তাঁর শরীর সায় দিচ্ছে না। অনেক পরিশ্রম হচ্ছে, পর্যাপ্ত ঘুম হচ্ছে না বলেও জানান গ্র্যান্ট নিজেই। সেই অসুস্থতা মেসিদের খেলার রাতে বেড়ে গিয়েছিল বলে মনে করছেন কেউ কেউ।
This is a video posted to the Instagram account of Eric Wahl, saying that he is Grant Wahl’s brother.
— Jeanna Trotman (@JeannaTrotmanTV) December 10, 2022
In the video, he said he is the reason Grant wore the rainbow shirt to the World Cup & that he believes Grant was killed. (Instagram: @eewahl) pic.twitter.com/krOoXuSjVc
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy