বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র পর এ বার পাকিস্তানের পঞ্জাব প্রদেশকে নিশানা বানানোর হুঁশিয়ারি দিল জঙ্গি সংগঠন তেহরিক-এ-তালিবান পাকিস্তান (টিটিপি)। বালোচিস্তানের বোলানে বালোচ বিদ্রোহীদের হাতে জাফর এক্সপ্রেসের অপহরণের ঘটনার পর পরই টিটিপির এই হুঁশিয়ারি পাক সরকারের বড় ‘মাথাব্যথার’ কারণ হয়ে উঠতে চলেছে বলেই মনে করছেন অনেকে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, পাক সেনার উপর আত্মঘাতী হামলার পরিকল্পনাও করা হচ্ছে। টিটিপি এই অভিযানের নাম রেখেছে ‘অল-খন্দক’। এক বিবৃতিও জারি করেছে টিটিপি। সেখানে বলা হয়েছে, এই অভিযানে অত্যাধুনিক অস্ত্রসমেত প্রশিক্ষিত সদস্য থাকবে। শুধু তা-ই নয়, নিখুঁত নিশানা, গেরিলা যুদ্ধ এবং আত্মঘাতী হামলার জন্য এই সদস্যদের প্রস্তুত করা হচ্ছে।’’ দু’দিন আগেই পঞ্জাব প্রদেশে অভিযান চালিয়ে টিটিপির দুই সদস্যকে গ্রেফতার করে সেনা। আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল ধৃতেরা। এমনই দাবি করেছে পাক সেনা।
আরও পড়ুন:
পাক সেনার এই অভিযানের ৭২ ঘণ্টার মধ্যে টিটিপির হুঁশিয়ারি আসায় সতর্ক পাক সেনাও। ঘটনাচক্রে, দু’দিন আগে বালোচ বিদ্রোহীরাও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছে। তাঁরা হুঁশিয়ারি দিয়ে জানান, বালোচিস্তানের লোকজনের উপর পাকি সেনা যদি হামলা চালায়, বালোচ বিদ্রোহীদের গায়ে যদি একটি আঁচড়ও পড়ে, তা হলে পরবর্তী নিশানা হবে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোর। বালোচ বিদ্রোহীদের সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে টিটিপি এ বার পঞ্জাব প্রদেশকে নিশানা বানানো হুঁশিয়ারি দিল।