Advertisement
০৫ নভেম্বর ২০২৪

‘পুতিনের বন্ধু’ই এ বার আমেরিকার বিদেশসচিব

মার্কিন বিদেশসচিব পদে এক্সন মোবিলের সিইও রেক্স টিলারসনকেই ক্যাবিনেটে চাইছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অন্তর্বর্তী দলের একটি সূত্রে এমনটাই খবর মিলেছে বলে দাবি একাধিক মার্কিন সংবাদমাধ্যমের।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ০১:১২
Share: Save:

ব্যবসায়ীর পছন্দ ব্যবসায়ীকেই!

মার্কিন বিদেশসচিব পদে এক্সন মোবিলের সিইও রেক্স টিলারসনকেই ক্যাবিনেটে চাইছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অন্তর্বর্তী দলের একটি সূত্রে এমনটাই খবর মিলেছে বলে দাবি একাধিক মার্কিন সংবাদমাধ্যমের। ট্রাম্প নিজেও বলছেন, ‘‘কর্মদক্ষতা আর অগাধ অভিজ্ঞতার নিরিখে টিলারসন নিশ্চিত ভাবেই বিদেশসচিব পদের যোগ্য। ওঁর ভূরাজনৈতিক বোঝাপড়াটাও অনেকের চেয়ে বেশি।’’ যদিও রাজনীতির ময়দানে টিলারসন ট্রাম্পের মতোই আনকোরা। তাই আবারও প্রশ্নের মুখে ট্রাম্পের পছন্দের ক্যাবিনেট। দানা বাঁধছে বিতর্কও।

বিতর্ক রেক্স টিলারসনকে ঘিরেই। আমেরিকার প্রথম সারির বহুজাতিক তেল ও গ্যাস সংস্থা এক্সন মোবিলের অন্যতম প্রধান কর্মকর্তা টিলারসন যে আবার রাশিয়ারও ‘কাছের লোক’! প্রায় এক দশক ধরে রাশিয়ার তেলের বাজারে ছড়ি ঘোরাচ্ছে টিলারসনের সংস্থা। রুশ প্রেসি়ডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের হাতে তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’-এ ভূষিত করেছেন। তাই এমন এক জনকে বিদেশসচিব করার ক্ষেত্রে সেনেট নিশ্চিত ভাবেই বেঁকে বসবে বলে মত মার্কিন কূটনীতিকদের একটা বড় অংশের।

অন্য বিষয়গুলি:

Donald Trump Exxon Rex Tillerson
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE