এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
ভারত থেকে প্রায় ৬ হাজার কিলোমিটার দূরে জাপান। কিন্তু সুদূর জাপানে বসেও উপভোগ করতে পারবেন কেরলকে। স্বাদ নিতেন পারেন কেরলের সুস্বাদু খাবারের। কী ভাবে?
০২১১
কারণ জাপানেই ‘লুকিয়ে’ রয়েছে কেরলের এক গ্রাম। সেই গ্রামে পৌঁছলে ভুলেই যাবেন যে, আপনি আদতে জাপানে রয়েছেন।
০৩১১
জাপানের ওই কেরল গ্রামে রয়েছে হুবহু সেই রাজ্যেরই সংস্কৃতি।
০৪১১
জাপানের অন্যতম বড় শহর নাগোয়া থেকে মাত্র ৩০ মিনিট দূরে রয়েছে ইনুয়ামা। এই ইনুয়ামাতেই রয়েছে কেরলের গ্রামটি।
০৫১১
অবাক হচ্ছেন নিশ্চয়! এ বার একটু খোলসা করেই বলা যাক। এটা আসলে একটি জাদুঘর। নাম ‘দ্য লিটল ওয়ার্ল্ড মিউজিয়াম অব ম্যান’।
০৬১১
এই জাদুঘরের বৈশিষ্ট্যই হল নানা দেশের সংস্কৃতি তুলে ধরা। জাদুঘরে এখনও পর্যন্ত মোট ২২টি দেশের প্রতীকী গ্রাম রয়েছে। এর মধ্যেই একটি হল কেরলের।
০৭১১
১৯৭০ সালে তৈরি এই জাদুঘরটি। প্রতীকী গ্রামগুলো বানানোর জন্য ওই ২২টি দেশ থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসা হয়েছে।
০৮১১
ওই গ্রামে পা রাখলেই প্রথমে চোখে পড়বে ঐতিহ্যবাহী টালির ছাদের দোতলা বাড়ি। পাশে রয়েছে চায়ের দোকান এবং পুকুর।
০৯১১
ইট দিয়ে বানানো হয়েছে বাড়িটি। নাম রাখা হয়েছে চানাকাথ হাউস। বাড়িটিতে রয়েছে একটি লম্বা বারান্দা। সামনে খোলামেলা উঠোন, আলাদা রান্নাঘর এবং একটি শোওয়ার ঘর রয়েছে।
১০১১
বাড়ির ভিতরটাও সাজানো হয়েছে কেরলের কথা মাথায় রেখেই। আর তার জন্য যাবতীয় প্রয়োজনীয় জিনিস সরাসরি কেরল থেকেই নিয়ে আসা হয়েছে এখানে।
১১১১
চাইলে আপনি কেরলের খাবারও উপভোগ করতে পারেন ওই জাদুঘরে। সে ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি আয়োজন রয়েছে প্রতিদিন বিভিন্ন দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।