Advertisement
২৪ নভেম্বর ২০২৪
International news

‘জলের দরে’ বিকোচ্ছে অপূর্ব এই সব বিদেশি গ্রাম, কিনবেন নাকি?

যদি বাজেটের মধ্যে হয়, আপনিও হতে পারেন এই সব গ্রামের মালিক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪১
Share: Save:
০১ ১০
প্রকৃতির মধ্যে জীবন কাটাতে চান? যদি এমন হয়, পুরো পাহাড়ি গ্রামটাই আপনার? স্বপ্ন নয়, এটা বাস্তব। বিশ্ব জুড়ে এমন বহু গ্রাম রয়েছে, যেগুলো বিক্রি হতে চলেছে। হয় পুরনো মালিক গ্রাম হস্তান্তর করতে চাইছেন, বা গ্রামের উন্নতির স্বার্থে প্রশাসন থেকে উদ্যোগী হয়ে কোনও একজনকে গ্রামের মালিকানা দিতে চাইছে। যদি বাজেটের মধ্যে হয়, আপনিও হতে পারেন এই সব গ্রামের মালিক।

প্রকৃতির মধ্যে জীবন কাটাতে চান? যদি এমন হয়, পুরো পাহাড়ি গ্রামটাই আপনার? স্বপ্ন নয়, এটা বাস্তব। বিশ্ব জুড়ে এমন বহু গ্রাম রয়েছে, যেগুলো বিক্রি হতে চলেছে। হয় পুরনো মালিক গ্রাম হস্তান্তর করতে চাইছেন, বা গ্রামের উন্নতির স্বার্থে প্রশাসন থেকে উদ্যোগী হয়ে কোনও একজনকে গ্রামের মালিকানা দিতে চাইছে। যদি বাজেটের মধ্যে হয়, আপনিও হতে পারেন এই সব গ্রামের মালিক।

০২ ১০
লিটল হকিন‌্স: আমেরিকার জর্জিয়ার একটি দ্বীপ। প্রকৃতির কাছাকাছি গিয়ে সমস্ত সুবিধা পেয়েও নির্জনে দিন কাটানোর একটা উপযুক্ত গ্রাম এটা। এই পুরো গ্রামটাতে মোট ৪টে বাড়ি আছে। তার মধ্যে একটা বিশাল বাড়ি, দুটো কটেজ এবং একটা ক্লাবহাউস। সামনে বিস্তৃত জলাশয়। পুরো গ্রামটার মূল্য প্রায় ১২৮ কোটি ৬২ লক্ষ টাকা।

লিটল হকিন‌্স: আমেরিকার জর্জিয়ার একটি দ্বীপ। প্রকৃতির কাছাকাছি গিয়ে সমস্ত সুবিধা পেয়েও নির্জনে দিন কাটানোর একটা উপযুক্ত গ্রাম এটা। এই পুরো গ্রামটাতে মোট ৪টে বাড়ি আছে। তার মধ্যে একটা বিশাল বাড়ি, দুটো কটেজ এবং একটা ক্লাবহাউস। সামনে বিস্তৃত জলাশয়। পুরো গ্রামটার মূল্য প্রায় ১২৮ কোটি ৬২ লক্ষ টাকা।

০৩ ১০
লট ৮৩ র‌্যাডবার্ন রোড: পশ্চিম অস্ট্রেলিয়ার এই মফঃস্বল। রয়েছে ২০টা কটেজ একটা টাউন হল। দুটো টেনিস কোর্ট আর একটি ক্রিকেট মাঠ। ১৯৪৯ সালে গড়ে উঠেছিল এই গ্রাম। ২০০৮ সাল পর্যন্ত বেশ রমরমা ছিল। এখন লোকজন প্রায় নেই বললেই চলে। একটু মেরামতি করলে ফের পর্যটকদের মনের মতো করে ফেলা যাবে। এর মূল্য প্রায় ৫ কোটি ৭৫ লক্ষ টাকা।

লট ৮৩ র‌্যাডবার্ন রোড: পশ্চিম অস্ট্রেলিয়ার এই মফঃস্বল। রয়েছে ২০টা কটেজ একটা টাউন হল। দুটো টেনিস কোর্ট আর একটি ক্রিকেট মাঠ। ১৯৪৯ সালে গড়ে উঠেছিল এই গ্রাম। ২০০৮ সাল পর্যন্ত বেশ রমরমা ছিল। এখন লোকজন প্রায় নেই বললেই চলে। একটু মেরামতি করলে ফের পর্যটকদের মনের মতো করে ফেলা যাবে। এর মূল্য প্রায় ৫ কোটি ৭৫ লক্ষ টাকা।

০৪ ১০
হ্যামলেট, নরম্যান্ডি: উত্তর ফ্রান্সের নরম্যান্ডির একটা ছোট পাহাড়ি গ্রাম। রয়েছে একটা বিশাল বাড়ি। বাড়ির পাশে বেশ কয়েকটা কটেজও রয়েছে। এর মধ্যে পর্যটকদের জন্য বানানো হয়েছে দুটো স্টোন কটেজ। এই পাহাড়ি গ্রাম কিনতে হলে প্রায় ৩ কোটি ৩৩ লক্ষ টাকা খরচ করতে হবে।

হ্যামলেট, নরম্যান্ডি: উত্তর ফ্রান্সের নরম্যান্ডির একটা ছোট পাহাড়ি গ্রাম। রয়েছে একটা বিশাল বাড়ি। বাড়ির পাশে বেশ কয়েকটা কটেজও রয়েছে। এর মধ্যে পর্যটকদের জন্য বানানো হয়েছে দুটো স্টোন কটেজ। এই পাহাড়ি গ্রাম কিনতে হলে প্রায় ৩ কোটি ৩৩ লক্ষ টাকা খরচ করতে হবে।

০৫ ১০
স্টোরি, ইন্ডিয়ানা: ১৮৫১ সালে এই গ্রাম গড়ে উঠেছিল আমেরিকার ইন্ডিয়ানার। ১৭.৪ একর জমি জুড়ে গ্রামের বিস্তৃতি। মাত্র কয়েকটা পরিবারই এখানে বাস করত। তারা ক্রমে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় এক সময় এটা ‘গোস্ট টাউন’ হিসাবে পরিচিত ছিল। ১৯৯৯ সালে প্রায় ২২ কোটি ১৬ লক্ষ টাকা দিয়ে এটা কিনেছিলেন এর বর্তমান মালিক। তবে এখন তিনি এটি বিক্রি করে দিতে চাইছেন।

স্টোরি, ইন্ডিয়ানা: ১৮৫১ সালে এই গ্রাম গড়ে উঠেছিল আমেরিকার ইন্ডিয়ানার। ১৭.৪ একর জমি জুড়ে গ্রামের বিস্তৃতি। মাত্র কয়েকটা পরিবারই এখানে বাস করত। তারা ক্রমে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় এক সময় এটা ‘গোস্ট টাউন’ হিসাবে পরিচিত ছিল। ১৯৯৯ সালে প্রায় ২২ কোটি ১৬ লক্ষ টাকা দিয়ে এটা কিনেছিলেন এর বর্তমান মালিক। তবে এখন তিনি এটি বিক্রি করে দিতে চাইছেন।

০৬ ১০
অ্যালবারলেফেনি: ওয়েলসে স্লেট খনির কাছে মূলত শ্রমিকদের বসবাসের জন্যই এই গ্রাম গড়ে উঠেছিল। ৭ কোটি ৫৫ লক্ষ ৬০ হাজার টাকায় এই গ্রাম বিক্রি রয়েছে। মোট ১৬টা কটেজ রয়েছে। যার বেশির ভাগই ভাড়া দেওয়া হয়েছে।

অ্যালবারলেফেনি: ওয়েলসে স্লেট খনির কাছে মূলত শ্রমিকদের বসবাসের জন্যই এই গ্রাম গড়ে উঠেছিল। ৭ কোটি ৫৫ লক্ষ ৬০ হাজার টাকায় এই গ্রাম বিক্রি রয়েছে। মোট ১৬টা কটেজ রয়েছে। যার বেশির ভাগই ভাড়া দেওয়া হয়েছে।

০৭ ১০
রিডাকশন: আমেরিকার রিডাকশন কোম্পানি এই গ্রাম গড়ে তুলেছিল এক সময়। কোম্পানির নাম অনুযায়ীই গ্রামের নাম রিডাকশন। পেনসিলভেনিয়ার এই রিডাকশনে এক সময় ৪০০ লোকের বাস ছিল। বর্তমানে সেটা কমে দাঁড়িয়েছে ৬০ জনে। ৭ কোটি ২৭ লক্ষ টাকায় এই গ্রামটা কিনতে পারেন। মোট ১৯টা পাকা বাড়ি রয়েছে গ্রামে। সবগুলোই স্থানীয়রা ভাড়া দেন।

রিডাকশন: আমেরিকার রিডাকশন কোম্পানি এই গ্রাম গড়ে তুলেছিল এক সময়। কোম্পানির নাম অনুযায়ীই গ্রামের নাম রিডাকশন। পেনসিলভেনিয়ার এই রিডাকশনে এক সময় ৪০০ লোকের বাস ছিল। বর্তমানে সেটা কমে দাঁড়িয়েছে ৬০ জনে। ৭ কোটি ২৭ লক্ষ টাকায় এই গ্রামটা কিনতে পারেন। মোট ১৯টা পাকা বাড়ি রয়েছে গ্রামে। সবগুলোই স্থানীয়রা ভাড়া দেন।

০৮ ১০
টুমসবরো: জর্জিয়ার একেবারে কেন্দ্রে অবস্থিত এই গ্রাম। ৭০০ লোকের বাস এই গ্রামে। প্রায় ৭ কোটি ৭০ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে এই গ্রাম। একটা পুরনো ব্যাঙ্ক, রেলরোড ডিপো এবং একটা সিরাপ মিল রয়েছে এই গ্রামে। ১৯৭৫ সালে সোয়্যাম্পল্যান্ড অপেরা হাউস এই গ্রামেই গড়ে উঠেছিল। ২০০০ সালে তা বন্ধ হয়ে যাওয়ার পরই গ্রামে লোক কমতে থাকে। গ্রামের বর্তমান মালিক গ্রামটা বেচে দিতে চান।

টুমসবরো: জর্জিয়ার একেবারে কেন্দ্রে অবস্থিত এই গ্রাম। ৭০০ লোকের বাস এই গ্রামে। প্রায় ৭ কোটি ৭০ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে এই গ্রাম। একটা পুরনো ব্যাঙ্ক, রেলরোড ডিপো এবং একটা সিরাপ মিল রয়েছে এই গ্রামে। ১৯৭৫ সালে সোয়্যাম্পল্যান্ড অপেরা হাউস এই গ্রামেই গড়ে উঠেছিল। ২০০০ সালে তা বন্ধ হয়ে যাওয়ার পরই গ্রামে লোক কমতে থাকে। গ্রামের বর্তমান মালিক গ্রামটা বেচে দিতে চান।

০৯ ১০
ও পেনসো: উত্তর স্পেনে ১০০ একর জমির উপর ছোট্ট গ্রাম। এক দশক আগে এখানে জনবসতি ছিল। এখন আর কেউ থাকেন না। নতুন করে গ্রামটাকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য এই বিক্রির সিদ্ধান্ত। চারটে বাড়ি বানানো হয়েছে তার জন্য। পাতকুয়ো, বেকারি সহযোগে ১০০ একরের এই গ্রামের মূল্য প্রায় ১৭ কোটি ৫৫ লক্ষ টাকা।

ও পেনসো: উত্তর স্পেনে ১০০ একর জমির উপর ছোট্ট গ্রাম। এক দশক আগে এখানে জনবসতি ছিল। এখন আর কেউ থাকেন না। নতুন করে গ্রামটাকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য এই বিক্রির সিদ্ধান্ত। চারটে বাড়ি বানানো হয়েছে তার জন্য। পাতকুয়ো, বেকারি সহযোগে ১০০ একরের এই গ্রামের মূল্য প্রায় ১৭ কোটি ৫৫ লক্ষ টাকা।

১০ ১০
পোগিও সান্টা: ১৯৬০ সালে পুরোপুরি পরিত্যক্ত হয়ে গিয়েছিল গ্রামটি। ইতালির তাস্কানের এই গ্রামে ৫০টি বাড়ি, দুটো জলাশয়, ২৩ এক জমির উপর ফলের বাগান এবং ২০০ একর জমিতে জঙ্গল রয়েছে। এর মূল্য প্রায়  ৩১৬ কোটি ৬৩ লক্ষ টাকা।

পোগিও সান্টা: ১৯৬০ সালে পুরোপুরি পরিত্যক্ত হয়ে গিয়েছিল গ্রামটি। ইতালির তাস্কানের এই গ্রামে ৫০টি বাড়ি, দুটো জলাশয়, ২৩ এক জমির উপর ফলের বাগান এবং ২০০ একর জমিতে জঙ্গল রয়েছে। এর মূল্য প্রায় ৩১৬ কোটি ৬৩ লক্ষ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy