Advertisement
০৫ নভেম্বর ২০২৪
জরুরি অবস্থার হাতছানি আমেরিকায়

দেওয়াল বৈঠকে টেবিল চাপড়ে ‘বাই বাই’ ট্রাম্প

আমেরিকার শাটডাউন বুধবার ১৯ দিনে পড়েছে। ১৯৯৫-৯৬ সালের ২১ দিনের রেকর্ড বাদ দিলে এটাই সবচেয়ে লম্বা শাটডাউন। ফেডেরাল সরকারের বেশ কিছু দফতর বন্ধ ।

মুখোমুখি: টেক্সাসে দক্ষিণ সীমান্ত এলাকা দেখতে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার। রয়টার্স

মুখোমুখি: টেক্সাসে দক্ষিণ সীমান্ত এলাকা দেখতে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার। রয়টার্স

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ০২:২১
Share: Save:

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডেমোক্র্যাটদের বৈঠক ভেস্তে গেল। আমেরিকা-মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার অর্থ বরাদ্দে রাজি নন বলেই ফের জানিয়ে দিলেন তাঁরা। ডোনাল্ড ট্রাম্প রাগে টেবিল চাপড়ে বেরিয়ে গেলেন। ফলে মার্কিন সরকারের শাটডাউন তো উঠলই না। বরং এ বার ট্রাম্প জরুরি অবস্থা জারি করে দেওয়াল তোলেন কি না, সেটাই দেখা বাকি।

আমেরিকার শাটডাউন বুধবার ১৯ দিনে পড়েছে। ১৯৯৫-৯৬ সালের ২১ দিনের রেকর্ড বাদ দিলে এটাই সবচেয়ে লম্বা শাটডাউন। ফেডেরাল সরকারের বেশ কিছু দফতর বন্ধ । প্রায় ৮ লক্ষ কর্মী বেতন পাচ্ছেন না। কিন্তু ট্রাম্পের গোঁ, দেওয়াল তুলতে ডেমোক্র্যাটরা রাজি না হলে তিনি শাটডাউন তুলবেন না।

হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার, ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি এবং সেনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। উদ্দেশ্য, দেওয়াল নিয়ে রফাসূত্রে আসা। কিন্তু ন্যান্সিরা জানিয়ে দেন, সরকারি কাজকর্ম চালু হলে ৩০ দিনের মধ্যে তাঁরা দেওয়াল-প্রস্তাবে সায় দেবেন, এমন নয়। মেক্সিকো সীমান্তে ৫৭০ কোটি ডলার খরচ করে দেওয়াল তুলে অবৈধ অভিবাসন আটকানো যাবে বলে তাঁরা মনে করেন না। মেক্সিকো জানিয়ে দিয়েছে, এই দেওয়ালের খরচ তারা কোনও অংশেই বহন করবে না। এখন ডেমোক্র্যাটরা অর্থ বরাদ্দে সায় না দিলে ট্রাম্পের পক্ষে দেওয়াল তোলা সম্ভব নয়। কারণ হাউস-এ ডেমোক্র্যাটরাই সংখ্যাগরিষ্ঠ।

দু’পক্ষের এই দড়ি টানাটানিতেই ১৯ দিন ধরে শাটডাউন চলছে। বুধবার ন্যান্সিরা বুঝিয়ে দিলেন, তাঁরা মাথা নোয়াবেন না। ট্রাম্পও বুঝিয়ে দিলেন, তিনি ‘না’ শুনতে রাজি নন। টেবিল চাপড়ে বেরিয়ে গিয়ে তিনি টুইট করেন, ‘‘চাক আর ন্যান্সির সঙ্গে বৈঠক ছেড়ে এইমাত্র বেরিয়ে এলাম। পুরো সময়টা নষ্ট! জিজ্ঞেস করলাম, সরকার যদি ঝাঁপ তোলে, তোমরা কি ৩০ দিনের মধ্যে সীমান্ত সুরক্ষা প্রকল্পে সায় দেবে? ন্যান্সি বলল, ‘না’। আমি বললাম, বাই বাই!’’

অতঃ কিম? ট্রাম্প শুনিয়েই রেখেছেন, জরুরি অবস্থা জারি করার অধিকার তাঁর আছে। প্রশ্ন, মঙ্গলবার তিনি যখন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দেওয়ালের উপকারিতা ব্যাখ্যা করলেন, তখনই জরুরি অবস্থা ঘোষণা করলেন না কেন? ট্রাম্পের জবাব, ‘‘ভেবেছিলাম, রফা হবে। না হলে জরুরি অবস্থার রাস্তা তো আছেই!’’ টেক্সাস রওনা হওয়ার আগে তিনি বলে যান, আইনি পরামর্শদাতাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন।

অন্য বিষয়গুলি:

Representative Mexico Wall Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE