Advertisement
০৫ নভেম্বর ২০২৪
International

ওয়াশিংটনের শপিং মল হামলায় ধৃত তরুণ তুর্কি

পশ্চিম ওয়াশিংটনের শপিং মলে গুলিচালনার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২০ বছর বয়সী এক তরুণকে শনিবার গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আরকান সেটিন। তাঁর বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ওক হারবারে।

ধৃত সেই সন্দেহভাজন।

ধৃত সেই সন্দেহভাজন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৫
Share: Save:

পশ্চিম ওয়াশিংটনের শপিং মলে গুলিচালনার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২০ বছর বয়সী এক তরুণকে শনিবার গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আরকান সেটিন। তাঁর বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ওক হারবারে।

শপিং মলের সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনদের যে ছবি পাওয়া গিয়েছিল, তার ভিত্তিতে কালো চুলের কালো হাফ শার্ট, শর্টস ও জুতো পরা সন্দেহভাজনের বেশ কয়েকটি ছবি শনিবার পুলিশ সংবাদ মাধ্যমের হাতে তুলে দিয়েছিল। সিসিটিভি-র ফুটেজে দেখা গিয়েছিল, কালো চুলের এক দীর্ঘদেহী তরুণ শুক্রবার রাতে বার্লিংটনের কাসকেড শপিং মলে ঢুকে একটি ডিপার্টমেন্ট স্টোরের সামনে গিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তার কিছু ক্ষণের মধ্যেই পুলিশ ওই তরুণকে গ্রেফতার করে। কাসকেড শপিং মলে ওই গুলিচালনার ঘটনায় চার মহিলা সহ পাঁচ জন প্রাণ হারান।

ওয়াশিংটন পুলিশ সূত্রে খবর, ওই তরুণের ফেসবুক পেজ জানাচ্ছে, তার আদত বাড়ি দক্ষিণ তুরস্কের আদানায়। হাইস্কুলে পড়াশোনা করতে সেটিন এসেছিল ওক হারবারে।

আরও পড়ুন- আমেরিকার শপিং মলে বন্দুকবাজের হামলা, হত ৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE