ভারতে আসতে চান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। পৃথিবীতে ফেরার পর প্রথম বার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ভারতীয় বংশোদ্ভূত নাসার নভশ্চর। ভারতের গুজরাতে তাঁর পৈতৃক ভিটে রয়েছে। মহেসাণা জেলার ঝুলাসন গ্রামে এখনও থাকেন তাঁর আত্মীয়েরা। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরা সুনীতাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার সুনীতাও জানালেন ভারত সফরের বিষয়ে তাঁর আগ্রহের কথা। ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর মহাকাশ গবেষকদলের সঙ্গে দেখা করতেও আগ্রহী তিনি।
সুনীতার বাবা দীপক পাণ্ড্যের জন্ম গুজরাতে। তাঁর মা উরসুলিন বনি পাণ্ড্য স্লোভাক-আমেরিকান। পৃথিবীতে ফেরার পর থেকে সুনীতা এবং তাঁর সহ-নভশ্চর বুচ উইলমোর রয়েছেন নাসার তত্ত্বাবধানে। মহাকাশ থেকে ফেরার পরে নভশ্চরদের অনেক সময়ে শারীরবৃত্তীয় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি মাধ্যাকর্ষণের সঙ্গে পুনরায় খাপ খাইয়ে নেওয়ার জন্যও কিছুটা সময়ের প্রয়োজন হয়। তাই নাসার ক্রু-কোয়ার্টারে তাঁদের স্বাস্থ্যপরীক্ষা এবং অন্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরই মধ্যে ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। ভারত আসার প্রসঙ্গে সুনীতা বলেন, “আমার আশা এবং আমি নিশ্চিত ভাবে জানি, আমি বাবার দেশে যাব এবং সেখানকার মানুষজনের সঙ্গে দেখা করব। ভারতের যে মহাকাশ গবেষকেরা ইসরোর আগামী মিশনে কাজ করছেন, (তাঁদের সঙ্গে) দেখা করার জন্য মুখিয়ে আছি।”
ইসরোর মহাকাশ গবেষকদের সঙ্গে দেখা করার বিষয়ে যথেষ্ট আগ্রহী তিনি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ প্রায় ন’মাস কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন সুনীতা। মহাকাশে নিজের অভিজ্ঞতা ইসরোর দলের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী বলেন, “আমার আশা, কোনও এক সময়ে (ইসরোর প্রতিনিধিদের সঙ্গে) দেখা করতে পারব এবং নিজের অভিজ্ঞতার কথা ভারতের সঙ্গে যতটা সম্ভব ভাগ করে নিতে পারব।”
আরও পড়ুন:
গত বছর ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা। কথা ছিল আট দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরবেন তাঁরা। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে আট দিনের সফর বদলে যায় ২৮৬ দিনে। শেষে ভারতীয় সময় অনুসারে ১৯ মার্চ ভোরে পৃথিবীতে ফেরেন সুনীতা এবং বুচ।