ফাইল চিত্র।
বিদ্রোহী দমনে অন়ড় স্পেন। ক্যাটালনের স্বাধীনতার দাবি যে মানা হবে না, তার ইঙ্গিত মিলেছিল আগেই। এমনকী বার্সেলোনার সঙ্গে এ নিয়ে কোনও রকম আলোচনাতেও যেতে চায়নি মাদ্রিদ। বরং স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সংবিধানের ১৫৫ নম্বর ধারা চাপিয়ে তা কার্যকর করতেই আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছিল স্পেন সরকার।
বৈঠক শেষে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় জানান, ক্যাটালনের মাথায় বসে থাকা সব নেতাকেই ছাঁটতে চাইছে মাদ্রিদ। অবিলম্বে সেখানে ভোটও চাইছে তাঁর সরকার। এই প্রস্তাব এর পরে আইনসভা সেনেটে যাওয়ার কথা। সেনেটও যদি এতে অনুমতি দেয়, তা হলে স্পেনের চার দশকের গণতন্ত্রের ইতিহাসে এ বারই প্রথম কোনও প্রদেশের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হবে। সিঁদুরে মেঘ দেখে তাই আজ বিকেলেই বার্সেলোনার রাস্তায় নামে বিশাল প্রতিবাদ মিছিল। রাজয়ের দাবি, স্বাধীনতা আদায়ের নামে বারবার আইন ভাঙছেন প্রেসিডেন্ট কার্ল পুইদমঁ। সেই কারণেই ক্যাটালনের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া উচিত। এ দিকে ক্যাটালনের দেখাদেখি স্বাধীতার দাবিতে সরব হয়েছে ব্রিটেনের ক্যানভে দ্বীপও। ব্রেক্সিটের সমর্থনে বিপুল সাড়া দিয়েছিল ক্যানভে। দ্বীপটি এখন ব্রিটেনের শাসন থেকেও মুক্তি পেতে চাইছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy