Advertisement
২৪ নভেম্বর ২০২৪
Coronavirus

South Korea: দক্ষিণ কোরিয়ায় এক দিনে করোনা আক্রান্ত ৫ লক্ষ!

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সেখানে গড়ে পাঁচ জনের মধ্যে এক জন সংক্রমিত। কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও উত্তরোত্তর বাড়ছে।

দেশছাড়া দুই ইউক্রেনীয় শিশু আশ্রয়ের খোঁজে পোল্যান্ডে। বুধবার।

দেশছাড়া দুই ইউক্রেনীয় শিশু আশ্রয়ের খোঁজে পোল্যান্ডে। বুধবার। রয়টার্স

সংবাদ সংস্থা
সোল শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ০৮:২৯
Share: Save:

মাঝে গতি কমলেও দক্ষিণ কোরিয়ায় ফের মাথাচাড়া দিয়েছে সংক্রমণ। বুধবার ‘দ্য কোরিয়া ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি’ (কেডিসিএ)-র প্রকাশিত পরিসংখ্যানে দেখা গিয়েছে সেই ঝলক। এ দিন প্রকাশিত গত ২৪ ঘণ্টার সেই রিপোর্ট অনুযায়ী এক লাফে নতুন করে সংক্রমিত পাঁচ লক্ষ!

বর্তমানে সে দেশের সংক্রমণ-পরিস্থিতি বেশ গুরুতর। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সেখানে গড়ে পাঁচ জনের মধ্যে এক জন সংক্রমিত। কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও উত্তরোত্তর বাড়ছে। গত ১৫ দিনে যা হাজারের নীচে নামার সুযোগ পায়নি বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাড়ছে মৃত্যুও। মঙ্গলবারই প্রাণ হারিয়েছেন ২৯১ জন সংক্রমিত। সুষ্ঠু ভাবে সৎকার কর্ম চালিয়ে যেতে দেশ জুড়ে প্রায় ৬০টি শ্মশানকে নির্ধারিত সময়ের চেয়ে বেশিক্ষণ খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

হঠাৎ এই সংক্রমণ বৃদ্ধির পিছনে মূলত রয়েছে ওমিক্রনের নয়া সাব-ভেরিয়েন্ট ‘স্টেলথ’। মোট জনসংখ্যার ২০ শতাংশ ইতিমধ্যেই সংক্রমিত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সংক্রমিত হয়ে কিংবা সংক্রমিতের সংস্পর্শে এসে নিভৃতবাসে রয়েছেন কমপক্ষে ১,৮০০,০০০ মানুষ। প্রসঙ্গত, দেশটির মোট জনসংখ্যার ৮৬.৬ শতাংশই প্রতিষেধকের দু’টি ডোজ় পেয়েছেন। এমনকি বুস্টারও পেয়েছেন ৬৩.২%। তা সত্ত্বেও সংক্রমণ পরিস্থিতি এই গুরুতর দিকে মোড় নেওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে।

যদিও দক্ষিণ কোরিয়ার পরিস্থিতিকে বিচ্ছিন্ন করে না-দেখারই আর্জি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থার পরামর্শ, বিধি শিথিলের দিকে এখন না-হাঁটাই বুদ্ধিমানের কাজ হবে বিশ্বের পক্ষে। তারা জানায়, ইতিমধ্যেই পরীক্ষার বহর কমিয়ে এনেছে বেশ কিছু দেশ। বর্তমান অবস্থার নিরিখে যা পুরোপুরি এড়িয়ে চলার পক্ষে সওয়াল করেছে তারা।

কারণ পরীক্ষা কম হওয়ায় বহু মানুষের সংক্রমণ ধরাই পড়ছে না। এবং তা হয়তো ছড়িয়ে পড়ছে সহজেই। পাশাপাশি নতুন করে সংক্রমিতদের সংখ্যা বিশেষ ভাবে বিশ্লেষণ করে চলারই পরামর্শ দিয়েছে হু। সংস্থা সূত্রের খবর, চিন এবং দক্ষিণ কোরিয়ার মতো এশীয় দেশগুলির পাশাপাশি ফ্রান্স, ইটালি, ব্রিটেন এবং জার্মানির মতো ইউরোপীয় দেশগুলিতেও নজরে এসেছে সংক্রমণবৃদ্ধি।

চিনের বিভিন্ন শহরের মতো সাংহাই শহরেও হু হু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। উপসর্গযুক্তেরা যেমন রয়েছেন, তেমনই বাড়ছে উপসর্গহীন কোভিড পজ়িটিভদের সংখ্যাও। দৈনিক আক্রান্ত সেখানে এক হাজার পার করায় গুজব ছড়িয়েছিল অন্যান্য শহরের মতো সাংহাইয়েও কড়া লকডাউন বিধি জারি করা হয়েছে। কিন্তু বুধবার সে কথা গুজব বলে উড়িয়ে দিয়েছে প্রশাসন।

এ দিকে, ছ’বছরের নীচের শিশুদের জন্য তাদের তৈরি টিকার অন্তর্বতী পরীক্ষার ফল প্রকাশ করল টিকা প্রস্তুতকারক সংস্থা মডার্না। রিপোর্টে তাদের দাবি, পরীক্ষায় উঠে এসেছে শিশুদের শরীরে করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে বিশেষ উপযোগিতা দেখিয়েছে টিকাটি। এবং তা নিরাপদও প্রমাণিত হয়েছে। ২৮ দিনের ব্যবধানে টিকাটির দু’টি ডোজ় দেওয়ার নিয়ম বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। করোনা আক্রান্ত হিলারি ক্লিন্টন। আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব, রাজনীতিক এবং প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী, বছর ৭৪-এর হিলারি মঙ্গলবার নিজের সংক্রমিত হওয়ার খবর টুইট করে লেখেন, ‘‘সামান্য উপসর্গ রয়েছে তবে এমনিতে ঠিকই আছি।’’ সংবাদ সংস্থা

অন্য বিষয়গুলি:

Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy