বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে গত বছরের ৫ অগস্ট দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। সেই ঘটনার ছয় মাস পূর্ণ হচ্ছে বুধবার। হাসিনার সংগঠনের দাবি, বুধ এবং বৃহস্পতি বার অনলাইন ভাষণ দেবেন তিনি। বিষয়টি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছে।
বেশ কয়েক দিন ধরেই ‘দায়মুক্তি’ শিরোনামে সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করছে আওয়ামী লীগ। এ বার বাংলাদেশ ছাত্রলীগের ‘ভেরিফায়েড’ ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন হাসিনা। অন্য দিকে, বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা হয়েছে, সরাসরি ওই অনুষ্ঠানের ষষ্ঠ পর্ব হবে ‘বিশেষ’। সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের সভাপতি হাসিনা শুনবেন দলের নেতা ও কর্মীদের ‘দুঃখ দুর্দশা’, ‘নির্যাতন’-এর কথা। শুধু তাই নয়, সেখানে দলকে তিনি নির্দেশও দেবেন বলে জানানো হয়েছে। বিষয়টি সরাসরি সম্প্রচারিত হবে দলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন:
বাংলাদেশের রাজনীতিতে ফের ঘুরে দাঁড়াতে তৎপর আওয়ামী লীগ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানোর পাশাপাশি লিফলেটও বিলি করছেন দলের নেতা-কর্মীরা। আয়োজন করা হচ্ছে পথসভারও। তবে হাসিনা এই প্রথম নন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বেশ কয়েক বার ভার্চুয়ালি বক্তৃতা করেছেন তিনি। ‘ঘুরে দাঁড়ানো’র বার্তা দিয়ে ভাষণ দিয়েছেন হাসিনা-পুত্র সজীব ওয়াজেদও। বুধ ও বৃহস্পতিবার হাসিনা কী বলেন, সেই অপেক্ষায় তাঁর দলের নেতা-কর্মী-সমর্থকরা।