Advertisement
২৩ নভেম্বর ২০২৪
International News

লন্ডন ব্রিজের কাছে হামলায় জখম বহু, পুলিশের গুলিতে নিহত ১

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এ দিন দুপুরে লন্ডন ব্রিজের উত্তর দিকে এক দলের মধ্যে মারপিট হচ্ছিল। সেখান থেকেই পর পর দু’টো গুলির শব্দ শোনেন তিনি। এর পর এক জনকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেন।

ছবি: এপি।

ছবি: এপি।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ২২:২৭
Share: Save:

পর পর গুলির শব্দ। এর পর ছুরি দিয়ে হামলা। যার জেরে জখম অনেকে। শুক্রবার দুপুরে লন্ডন ব্রিজের কাছে জনবহুল এলাকায় এমন দৃশ্যে আতঙ্ক ছড়াল শহরে। ওই ঘটনায় পুলিশের গুলিতে নিহত এক। সেই সঙ্গে এক জনকে আটক করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় ১টা ৫৮ মিনিট নাগাদ লন্ডন ব্রিজের উত্তর দিকে ওই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে এতে সন্ত্রাসবাদীরা জড়িত নেই বললেও একে সেই সংক্রান্ত হামলা বলেই মনে করছে পুলিশ। ঘটনার পরই লন্ডন ব্রিজ এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এ দিন দুপুরে লন্ডন ব্রিজের উত্তর দিকে এক দলের মধ্যে মারপিট হচ্ছিল। সেখান থেকেই পর পর দু’টো গুলির শব্দ শোনেন তিনি। এর পর এক জনকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেন।

আরও পড়ুন: পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া, ভাইরাল ভিডিয়ো

এই হামলার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছবি: এপি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেট্রোপলিটন পুলিশের কর্মীরা। গোটা এলাকা ঘিরে ফেলেন তাঁরা। জনবহুল ওই এলাকায় বহু ব্যাঙ্ক, অফিস, রেস্তরাঁ রয়েছে। এলাকার মানুষজন ওই বিল্ডিংগুলোতে আটকে পড়েন। ওই এলাকা দিয়ে যাতায়াতকারী বাসযাত্রীরা জানিয়েছেন, পুলিশ বাহিনী ওই দলটিকে ঘিরে রয়েছে এমন দৃশ্য দেখেছেন তাঁরা।

আরও পড়ুন: অশান্ত ইরাকে হত ২৮, জ্বলল ইরানি কনসুলেট

এই ঘটনায় পুলিশি তৎপরতার প্রশংসা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, লন্ডন ব্রিজে হামলার ঘটনার প্রতিটি আপডেটই সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন।

অন্য বিষয়গুলি:

Crime London Boris Johnson
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy