প্রকৃতির কতই না রূপ। বজ্রপাতেও যে সৌন্দর্য আছে, তা এই ছবি না দেখলে বুঝতেই পারতেন না। সম্প্রতি নেটমাধ্যমে এক ব্যক্তি শেয়ার করেছেন একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, মক্কার সুউচ্চ ক্লক টাওয়ারে এসে পড়ছে বাজ। আর তার পর গোটা আকাশে যেন বজ্রের আলপনা। যা দেখে মুগ্ধ হবেন আপনিও।
গত কয়েক দিন ধরেই সৌদি আরবে চলছে ঝড়, বৃষ্টি। তার সঙ্গেই ক্ষণে ক্ষণে পড়ছে বাজ। এক ব্যক্তি সেই বাজ পড়ারই ছবি ধরে রেখেছেন নিজের ক্যামেরায়। যা গোটা দুনিয়া জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চরাচর কাঁপিয়ে বাজ এসে পড়ছে মক্কার ক্লক টাওয়ারে। অথচ দেখে যেন মনে হচ্ছে, সেই ক্লক টাওয়ার থেকেই বাজ উঠছে আকাশে। তার পর আকাশ আলো করে অনির্বচনীয় আলোর আলপনা!
قبل قليل صاعقة تضرب #برج_الساعة مع #أمطار_مكة جعلها الله صيبا نافعا للبلاد والعباد #مكه_الان pic.twitter.com/y9ZziH2dn3
— الفلكي مُلهَم هندي (@MulhamH) August 4, 2022
আরও এক ব্যক্তি শেয়ার করেছেন একটি ভিডিয়ো। তা সংযুক্ত আরব আমিরশাহির। সেখানেও বজ্রপাতের ভিডিয়ো দেখে থ নেটমাধ্যম। যে দেখলে আপনাকেও অবাক হতেই হবে।
I just captured the most insane strike of lightning I’ve ever caught on camera.. 😳😱⚡️ @weatherchannel @KSNNews @KWCH12 @KAKEnews @JimCantore pic.twitter.com/17TxaFiyXk
— Taylor Vonfeldt (@therealskicast) March 30, 2022