টুইটার থেকে নেওয়া।
কিছু কিছু মানুষের জীবনে নিজস্বীর গুরুত্ব বিশাল। অনেক সময়ই ধন্দে পড়ে যেতে হয়, অক্সিজেন, না নিজস্বী, তাঁদের কাছে কোনটির মূল্য বেশি! কারণ জীবনে যা-ই ঘটুক না কেন, তাঁরা নিজস্বীর সঙ্গে কোনও আপস করতে নারাজ। তেমনই একটি ঘটনায় উচিত শিক্ষা পেলেন এমনই কিছু নিজস্বীপ্রেমী।
আইএএস আধিকারিক সুপ্রিয়া সাহু নিজের টুইটারের একটি ভিডিয়ো শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, কোনও এক জায়গায় মাঝ রাস্তায় একটি লাল গাড়ি থামিয়ে দু’জন নিজস্বী তোলার তোড়জোড় শুরু করেছেন। কিছু ক্ষণের মধ্যেই ছবির অপর প্রান্ত দিয়ে আবির্ভাব হয় একটি হাতির পালের। বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক— তাতে সব বয়সের হাতি আছে। কিন্তু এ ভাবে হাতির পালের সঙ্গে নিজস্বী তোলা তো অত্যন্ত বিপজ্জনক! কিন্তু সেই সাবধানবাণী মনে থাকলে তো! ভিডিয়োয় দেখা যাচ্ছে, নিজস্বী তোলার নেশায় ওই দুই ব্যক্তি হাতির পালের খুব কাছাকাছি চলে যাচ্ছেন অবলীলায়। কিন্তু মানুষের এত অতিরিক্তি উৎসাহ ভাল চোখে দেখেনি হাতিরা। দুলকি চালে হাঁটতে হাঁটতে আচমকাই হাতির পালটি দৌড়ে আসে ওই দুই ব্যক্তিকে লক্ষ্য করে।
Selfie craze with wildlife can be deadly. These people were simply lucky that these gentle giants chose to pardon their behaviour. Otherwise, it does not take much for mighty elephants to teach people a lesson. video-shared pic.twitter.com/tdxxIDlA03
— Supriya Sahu IAS (@supriyasahuias) August 6, 2022
হাতির পালকে ছুটে আসতে দেখে তো আত্মারাম খাঁচা ছাড়া দু’জনের। ভিডিয়োয় তাঁদের আর্তরব শোনা যায়। যদিও হাতির পালটি যেন সে যাত্রায় ভয় পাইয়েই রণে ভঙ্গ দেয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy